চলতি মাসের ১৪ জুন, মঙ্গলবার ‘অগ্নিপথ’ প্রকল্পের ঘোষণা করেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। নরেন্দ্র মোদী সরকারের ঘোষণা অনুযায়ী, দেশের সশস্ত্র বাহিনীর তিন বিভাগ অর্থাৎ স্থল, নৌ এবং বায়ুসেনায় চার বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে। সাড়ে ১৭-২১ বছরের তরুণ-তরুণীরা এতে যোগ দিতে পারবেন। যদিও পরে এই বয়ঃসীমা বাড়িয়ে ২৩ বছর পর্যন্ত করা হয়েছে। ওই সেনানির পরিচয় হবে ‘অগ্নিবীর’ হিসাবে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ঘোষণা, সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস (সিএপিএফ) এবং আসাম রাইফেলসে ‘অগ্নিবীর’দের ১০ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে আরও প্রতিশ্রুতি, সিএপিএফ এবং আসাম রাইফেলসে যোগদানের জন্য এই প্রকল্পের বয়ঃসীমার থেকে আরও তিন বছরের ছাড় পাবেন ‘অগ্নিবীর’রা। প্রথম ব্যাচের ‘অগ্নিবীর’দের জন্য তা বাড়িয়ে পাঁচ বছর পর্যন্ত করা হয়েছে।
সেনাপ্রধান জেনারেল মনোজ পাণ্ডে, নৌসেনা প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার এবং বায়ুসেনার প্রধান এয়ার চিফ মার্শাল ভিআর চৌধরির সঙ্গে বৈঠকের পর শনিবার রাজনাথ জানিয়েছেন, ‘অগ্নিবীর’দের জন্য ভারতীয় উপকূলরক্ষী বাহিনীতে ১০ শতাংশ চাকরি সংরক্ষণ করা হবে। একই কথা প্রযোজ্য ১৬টি প্রতিরক্ষা মন্ত্রকের রাষ্ট্রায়ত্ত সংস্থায়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy