সফল্যের শীর্ষে শ্রুতি।
চার মহিলা অধিকার করে নিলেন শীর্ষ চারটি স্থান। ২০২১ সালের সিভিস সার্ভিস পারীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন শ্রুতি শর্মা। দ্বিতীয় স্থানে রয়েছেন অঙ্কিতা অগ্রবাল, তৃতীয় স্থানে রয়েছেন যামিনী সিংলা। সোমবার ওই পরীক্ষায় সফল ৬৮৫ জনের তালিকা প্রকাশ করেছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি)।
কমিশনের তরফে জানানো হয়েছে, সফল পরীক্ষার্থীদের মধ্যে ২৪৪ জন অসংরক্ষিত বিভাগে, ৭৩ জন অর্থনৈতিক ভাবে অনগ্রসর শ্রেণি থেকে, ওবিসি বিভাগে ২০৩ জন, তফসিলি জাতির ১০৫ জন এবং ৬০ নির্বাচিত হয়েছেন তফসিলি উপজাতি বিভাগে। সফল পরীক্ষার্থীদের মধ্যে থেকেই আইএএস, আইএফএস এবং আইপিএস অফিসারদের বেছে নেওয়া হবে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় সিভিল সার্ভিসে প্রথম চার স্থানাধিকারী মহিলাকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি টুইট বার্তায় চার জনের নাম উল্লেখ করে অভিনন্দন জানিয়েছেন।
Heartiest congratulations to Shruti Sharma, Ankita Agarwal, Gamini Singla, Aishwarya Verma for securing the top 4 positions in Civil Services Examination, 2021. You have done us really proud.(1/2)
— Mamata Banerjee (@MamataOfficial) May 30, 2022
কমিশন জানিয়েছে, সফলদের তালিকায় চতুর্থ এবং প়ঞ্চম স্থানে রয়েছেন ঐশ্বর্যা বর্মা এবং উৎকর্ষ দ্বিবেদী।
প্রসঙ্গত, সিভিল সার্ভিস পরীক্ষা নেওয়া হয়, তিন ধাপে। প্রিলিমিনারি, মেন এবং ইন্টারভিউ। ২০২১ সালের লিখিত পরীক্ষা নেওয়া হয় এ বছর জানুয়ারিতে। এপ্রিল ও মে মাসে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy