তাদের প্রতিবাদ সত্ত্বেও পাকিস্তানি গজল গায়ক গুলাম আলিকে অনুষ্ঠান করতে আমন্ত্রণ জানানোয় পশ্চিমবঙ্গ ও দিল্লি সরকারের তীব্র নিন্দা করল শিবসেনা।
সীমান্তে পাক সেনা যে সন্ত্রাস ছড়িয়েছে, তার পর কোনও পাক শিল্পীকে ভারতে এসে গান-বাজনা করতে দেওয়া হবে না, এই দাবিতে মুম্বই ও পুণেয় গুলাম আলির দু’টি গানের অনুষ্ঠান বাতিল করতে বাধ্য করে শিবসেনা। বিভিন্ন মহলে এ নিয়ে বিতর্ক তুঙ্গে উঠলে গুলাম আলিকে অনুষ্ঠান করতে আমন্ত্রণ জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। ডিসেম্বর মাসের দিল্লিতে অনুষ্ঠানের জন্য গায়ক রাজি হয়ে গিয়েছেন বলে শুক্রবার একটি ট্যুইটও করেন কেজরীবাল।
পরিস্থিতির এমন ফেরে বেশ ক্ষুব্ধ শিবসেনা। দলের মুখপত্রে তারা আজ বলেছে, গুলাম আলির ওই অনুষ্ঠানে উপস্থিত সবাইকে নিহত জওয়ানদের বাড়ি নিয়ে গিয়ে পাকিস্তানের বিরুদ্ধে ওই পরিবারগুলির ক্ষোভ শোনানো হবে। বাদ যাননি পাক শিল্পীরাও। বলেছে, ‘‘পাক শিল্পীরা এখানে আসে গান-বাজনা করে টাকা আয় করতে। তাঁদের দেশের ছড়ানো সন্ত্রাসে ভারতে কী হল, তাতে তাঁদের কিছু আসে যায় না।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy