প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেরলের পিনারাই বিজয়ন সরকারের প্রশংসা করায় বিতর্কে জড়িয়েছিলেন। এ বার এক সাক্ষাৎকারে কেরলের তিরুঅনন্তপুরমের সাংসদ শশী তারুর জানিয়েছেন, তিনি কংগ্রেসের জন্য কাজ করতে সব সময়েই প্রস্তুত। কিন্তু দলের তাঁকে প্রয়োজন না হলে ‘অন্য অনেক কিছুই’ করার আছে তাঁর। অবশ্য দলবদলের কোনও পরিকল্পনা তাঁর নেই বলেই জানিয়েছেন তারুর।
সম্প্রতি আমেরিকায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠকের প্রশংসা করেছিলেন তারুর। একটি নিবন্ধে কেরলে শিল্পোদ্যোগের প্রসারে উদ্যোগী হওয়ায় প্রশংসা করেছেন সে রাজ্যের বাম সরকারের। এই দু’টি বিষয়ে কংগ্রেসের অবস্থান ভিন্ন। ফলে বিতর্ক দেখা দিয়েছে। পরে তারুরকে দিল্লিতে বৈঠকে ডাকেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সেই বৈঠক ইতিবাচক হয়েছে বলে জানিয়েছেন তারুরই।
আজ সাক্ষাৎকারে তারুর বলেন, “আমার মধ্যে রাজনৈতিক সঙ্কীর্ণতা নেই। আমি সব সময়েই দলের জন্য কাজ করতে তৈরি। কিন্তু দল আমাকে না চাইলে বিকল্প খোলা রয়েছে।” তাঁর বক্তব্য, “কেরল কংগ্রেসে নেতার অভাব রয়েছে। কেরলে জনভিত্তি না বাড়ালে কংগ্রেসকে ফের বিরোধী আসনে বসতে হবে।” তবে কংগ্রেসের সঙ্গে তাঁর বিরোধ নিয়ে মুখ খোলেননি তারুর। তাঁর মন্তব্য, “ভারত-পাকিস্তান ম্যাচ দেখুন। খুব গুরুত্বপূর্ণ ম্যাচ।”
গত কাল সমাজমাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছিলেন তারুর। ব্রিটিশ কবি টমাস গ্রে-কে উদ্ধৃত করে তিনি লেখেন, “যেখানে অজ্ঞতাই পরম সুখের সেখানে জ্ঞানী হতে চাওয়াই বোকামি।” কেরলের বাম সরকারের প্রশংসা নিয়ে তারুরের সমালোচনা করছেন প্রদেশ কংগ্রেস নেতারা। তাঁর বক্তব্য, “কী কারণে এত বিতর্ক তা আমি বুঝতে পারছি না।” তিনি আরও বলেন, “আমি কখনও কারও বিরুদ্ধে অভিযোগ করিনি।”
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)