ছত্তীসগঢ়ে মাওবাদীদের বিরুদ্ধে অভিযানে আবার সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। সোমবার বস্তার ডিভিশনের বিজাপুর জেলার জঙ্গলে চিরুনিতল্লাশি চালিয়ে পাঁচটি ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধার করেছে ছত্তীসগঢ় সশস্ত্র পুলিশ (সিএএফ)। পাশাপাশি, ওই জেলাতেই দু’টি পৃথক অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে সাত মাওবাদীকে।
পুলিশের তরফে জানানো হয়েছে, নিরাপত্তাবাহিনীর উপর আঘাত হানতেই পাহাড়-জঙ্গলঘেরা এলাকায় ‘আইইডি ফাঁদ’ পেতেছিল নিষিদ্ধ সংগঠন সিপিআই (মাওবাদী)-এর সশস্ত্র শাখা পিএলজিএ (পিপল্স লিবারেশন গেরিলা আর্মি)। গোয়েন্দা সূত্রে সেই খবর পেয়ে বিস্ফোরক নিষ্ক্রিয় করতে প্রশিক্ষণপ্রাপ্তদের নিয়ে তল্লাশি অভিযান শুরু হয়। মানকেলি গ্রামে সংযোগরক্ষাকারী রাস্তার ধার থেকে একে একে উদ্ধার করা হয় তিনটি বিয়ারের বোতলে ভরা বিস্ফোরক-সহ দু’কিলোগ্রাম ওজনের আইইডি।
আরও পড়ুন:
বাকি দু’টি আইইডি টিফিন বক্সে ভরে পোঁতা হয়েছিল। এক একটির ওজন প্রায় পাঁচ কিলোগ্রাম! বিজাপুরের জঙ্গলেই তল্লাশি অভিযান চালিয়ে ডিস্ট্রিক্ট রিজ়ার্ভ গার্ড বাহিনী সোমবার সাত মাওবাদীকে গ্রেফতার করেছে। এঁদের মধ্যে ছ’জন ধরা পড়েছেন ভৈরমগড় এলাকায়। অবশিষ্ট এক জন মিরতুর থানা এলাকার জঙ্গলে। ধৃতদের থেকে ‘টিফিন বক্স বোমা’, জিলেটিন স্টিক, কর্ডেক্স তার, ডিটোনেটর, বৈদ্যুতিক তার এবং মাটি খননের জন্য ব্যবহৃত জিনিসপত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রসঙ্গত, বিজাপুরে সাম্প্রতিক কালে বেশ কয়েকটি আইইডি বিস্ফোরণ ঘটিয়েছিল মাওবাদীরা। চলতি বছরের প্রথম তিন মাসে ছত্তীসগঢ়ে মাওবাদী হামলায় মোট ৩০০ জন নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। যা গত বছরের প্রথম ত্রৈমাসিকের তুলনায় প্রায় চার গুণ বেশি!