রেলিং ভেঙে নাগার্জুন সাগর খালে পড়ে গিয়েছে বাস। ছবি: সংগৃহীত।
বিয়েবাড়ি থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খালে পড়ে মৃত্যু হল এক শিশু-সহ সাত জনের। আহত হয়েছেন কমপক্ষে ২৯ জন। সোমবার মধ্যরাতে ঘটনাটি ঘটে অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলার দারসিতে।
পুলিশ সূত্রে খবর, সোমবার রাত সাড়ে ১২টা নাগাদ পোডিলি থেকে কাকিনাড়া ফিরছিল বিয়েবাড়ির যাত্রিবোঝাই একটি বাস। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দারসির কাছে উল্টো দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ এড়াতে বাঁ দিকে বাঁক নেয় বাসটি। তখনই রাস্তার পাশের গার্ডওয়ালে ধাক্কা মারে সেটি। বাসের গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক।
VIDEO | Several people killed after a bus fell into a canal in Andhra Pradesh's Prakasam district earlier today. pic.twitter.com/wZ03asZOjB
— Press Trust of India (@PTI_News) July 11, 2023
রাস্তার পাশেই ছিল নাগার্জুন সাগর খাল। বাসটি পাল্টি খেয়ে খালের মধ্যে গোত্তা খেয়ে পড়ে যায়। বাসে মোট ৪৭ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে এক শিশু-সহ সাত জনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে উদ্ধারকারী দল এবং পুলিশ। কয়েক ঘণ্টার চেষ্টায় যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়।
দারসির সাব-ইনস্পেক্টর রামকৃষ্ণ বলেন, “সাত জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েক জন। তাঁদের মধ্যে ১৫ জনের আঘাত গুরুতর। আহতদের দারসি এবং ওঙ্গোলে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।” তিনি আরও জানিয়েছেন, কী ভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, কাকিনাড়াতে একটি বিয়েবাড়িতে যাওয়ার জন্য ওই সরকারি বাস ভাড়া করা হয়েছিল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy