জাঠ আন্দোলনের বিরুদ্ধে এবার মুখ খুললেন বীরেন্দ্র সহবাগ। টুইটারে এই আন্দোলনের প্রতিবাদ করলেন প্রাক্তন ভারতীয় এই ক্রিকেটার। তিনি লেখেন, ‘‘দেশের সেনা, ক্রীড়াবিদ সহ আরও কত মানুষ কত কত জায়গায় দেশের নাম উজ্জ্বল করে চলেছে প্রতিদিন। আমাদের উৎসাহ, উদ্দীপনা ভাল কাজের জন্য ব্যবহার হওয়া উচিৎ।’’ এই আন্দোলনের জেরে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ১০ জনের। আহত শতাধিক। এমন অবস্থা মেনে নিতে পারছেন না একসময় ভারতীয় ক্রিকেটের জার্সি গায়ে দেশের মুখ উজ্জ্বল করা সহবাগ। তিনি আরও টুইট করেন, ‘‘সব ভাইদের কাছে আমার অনুরোধ এই হিংসা থেকে বেড়িয়ে আসুন। আর যার যা দাবি সেটা নিয়ম মেনে রাখা হোক। আমাদের হাতে দেশের সম্মান, হিংসা আমাদের কাজ নয়।’’
সংরক্ষণের দাবিতে গত কয়েকদিন ধরেই আন্দোলন চলছে হরিয়ানায়। রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে রাজ্যের নেতারা বার বার অনুরোধ করেছেন হিংসার পথ থেকে বেড়িয়ে আসতে। কিন্তু তাতে কোনও লাভ হয়ন। যার ফলে রোহতক, ঝিন্দ, ভিওয়ানি, সোনিপথ। হিসারের মতো জায়গায় শান্তি বিঘ্নিত হয়েছে।
আরও খবর
জাঠ বিদ্রোহের আগুন নিভছেই না, হরিয়ানায় নিহতের সংখ্যা বেড়ে ১০
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy