আইইডি বিস্ফোরণে গুরুতর জখম হলেন দুই নিরাপত্তাকর্মী। শনিবার বিকেলে ঝাড়খণ্ডের চাইবাসায় ঘটনাটি ঘটে। জখম নিরাপত্তাকর্মীদের এয়ার অ্যাম্বুল্যান্সে করে উড়িয়ে আনা হচ্ছে রাঁচীতে। সেখানকার হাসপাতালেই চিকিৎসা হবে তাঁদের।
সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টিভি’ সূত্রে জানা গিয়েছে, পশ্চিম সিংভূম জেলার ছোটানাগরা থানার অন্তর্গত মারাংপোঙ্গার বনাঞ্চলে আইইডি বিস্ফোরণ ঘটে। সেই সময় ওই এলাকায় টহল দিচ্ছিলেন স্পেশ্যাল রিজ়ার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) জওয়ানেরা। বিস্ফোরণে জখম নিরাপত্তাকর্মীদের মধ্যে রয়েছেন সিআরপিএফের সাব-ইনস্পেক্টরও।
আরও পড়ুন:
চলতি মাসে এই নিয়ে পশ্চিম সিংভূম জেলায় দু’বার আইইডি বিস্ফোরণের ঘটনা ঘটল। গত ৫ মার্চ জেলার মনোহরপুর থানার অন্তর্গত সারান্ডা জঙ্গলে বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছিলেন তিন জন সিআরপিএফ জওয়ান। পুলিশ জানিয়েছে, তল্লাশি অভিযানের সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। শনিবারের ঘটনা নিয়ে এখনও পর্যন্ত পুলিশের তরফে কোনও বিবৃতি জারি করা হয়নি।