Advertisement
০২ নভেম্বর ২০২৪
National News

নামের মিলেই ভুল নোটিস প্রাক্তন জেসিওকে

শেষ পর্যন্ত মঙ্গলবার ডিজিপি মুকেশ সহায় ক্ষমা চেয়ে জানান, একই নামের অন্য এক সন্দেহভাজন বাংলাদেশিকে নোটিস পাঠাতে গিয়েই ভুল করে ওই প্রাক্তন সেনার বাড়িতে নোটিস গিয়েছে। দু'জনের বাবার নামও অনেকটা এক হওয়ায় এই কাণ্ড।

এই সেই অবসরপ্রাপ্ত সেনা অফিসার মহম্মদ আজমল হক। ছবি: সংগৃহীত।

এই সেই অবসরপ্রাপ্ত সেনা অফিসার মহম্মদ আজমল হক। ছবি: সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
গুয়াহাটি শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০১৭ ২২:১৫
Share: Save:

তিরিশ বছর ভারতীয় সেনায় কাজ করে অবসর নেওয়া জুনিয়র কমিশনড অফিসার, কামরূপের বকোর বাসিন্দা মহম্মদ আজমল হকের নাগরিকত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করে ফরেনার্স ট্রিবিউনালে রিপোর্ট পাঠিয়েছিল পুলিশ। আদালত তাঁকে নিজের নাগরিকত্ব প্রমাণে নোটিসও পাঠায়। তিন দশক দেশের সেবা করা, জাতীয় নাগরিকপঞ্জি ও ভোটার তালিকাতে নাম থাকা ওই জেসিওকে এ ভাবে হেনস্থা করায় তীব্র সমালোচনার মুখে পড়ে অসম পুলিশ। শেষ পর্যন্ত মঙ্গলবার ডিজিপি মুকেশ সহায় ক্ষমা চেয়ে জানান, একই নামের অন্য এক সন্দেহভাজন বাংলাদেশিকে নোটিস পাঠাতে গিয়েই ভুল করে ওই প্রাক্তন সেনার বাড়িতে নোটিস গিয়েছে। দু'জনের বাবার নামও অনেকটা এক হওয়ায় এই কাণ্ড।

আরও পড়ুন:৩০ বছর সেনায়, আজ ভারতীয় কিনা প্রমাণ দিতে হচ্ছে

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE