Advertisement
২৯ জানুয়ারি ২০২৫
Ayushman Bharat Scheme

‘বকেয়া ৪০০ কোটি টাকা’! কেন্দ্রের প্রকল্পে রোগী না দেখার হুঁশিয়ারি হরিয়ানার ৬০০ হাসপাতালে

কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্যবিমা প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’-এর আওতায় বকেয়া টাকা সময় মতো মেটানো হচ্ছে না বলে অভিযোগ হরিয়ানায়। এই অবস্থায় ৬০০ বেসরকারি হাসপাতাল প্রকল্পের আওতায় রোগী দেখা বন্ধের হুঁশিয়ারি দিয়েছে।

‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পে রোগী পরিষেবা বন্ধের হুঁশিয়ারি হরিয়ানার ৬০০ হাসপাতালে।

‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পে রোগী পরিষেবা বন্ধের হুঁশিয়ারি হরিয়ানার ৬০০ হাসপাতালে। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৫ ১৬:১৫
Share: Save:

আয়ুষ্মান ভারত প্রকল্পের বকেয়া টাকা বেসরকারি হাসপাতালগুলিকে সময় মতো মিটিয়ে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠছে হরিয়ানায়। তার প্রতিবাদে কেন্দ্রের স্বাস্থ্যবিমা প্রকল্পে পরিষেবা আপাতত বন্ধ রাখার কথা ভাবছে হরিয়ানার ৬০০ বেসরকারি হাসপাতাল। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)-এর হরিয়ানা শাখা এই সিদ্ধান্ত নিয়েছে। প্রতিবেদন অনুসারে, ওই হাসপাতালগুলির প্রায় ৪০০ কোটি টাকা বকেয়া রয়েছে সরকারের কাছে। বকেয়া টাকা না মেটালে আগামী ৩ ফেব্রুয়ারি থেকে আয়ুষ্মান ভারত প্রকল্পে পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছে তারা।

সংবাদমাধ্যম ‘টাইম্‌স অফ ইন্ডিয়া’র প্রতিবেদন অনুসারে, হরিয়ানায় প্রায় ১৩০০ হাসপাতাল আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় রয়েছে। তার মধ্যে ৬০০টি বেসরকারি হাসপাতাল রয়েছে। অর্থাৎ, এই ছ’শো হাসপাতাল কেন্দ্রের স্বাস্থ্যবিমা প্রকল্পে পরিষেবা দিতে রাজি না হলে, ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পে হরিয়ানায় পরিষেবা বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। আইএমএ-র বক্তব্য, ওই বেসরকারি হাসপাতালগুলির তরফে সংগঠনকে পদক্ষেপ করার জন্য অনুরোধ করা হয়েছে। সেই মতো বকেয়া না মেটালে, ৩ ফেব্রুয়ারি থেকে কেন্দ্রের প্রকল্পের আওতায় রোগী পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে তারা।

নরেন্দ্র মোদীর আমলে ২০১৮ সালে এই স্বাস্থ্যবিমা প্রকল্প শুরু করেছে কেন্দ্র। এই প্রকল্পের উপভোক্তা পরিবারকে বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেয় কেন্দ্র। বর্তমানে হরিয়ানায় এই প্রকল্পে এক কোটিরও বেশি উপভোক্তা রয়েছেন। আইএমএ-র হরিয়ানা শাখার সভাপতি মহাবীর জৈন জানিয়েছেন, হাসপাতালগুলির বকেয়া মাসের পর মাস ধরে বাকি রয়েছে। এই বকেয়ার জন্য হাসপাতালে পরিষেবা চালু রাখতে সমস্যা হচ্ছে। তিনি বলেন, “প্রায় ৪০০ কোটি টাকার বিল বকেয়া রয়েছে। যদি হাসপাতালগুলি টাকা না পায়, তা হলে সেগুলি চলবে কী ভাবে!”

হরিয়ানায় বর্তমানে বিজেপি শাসিত সরকার রয়েছে। সে ক্ষেত্রে আইএমএ-র দাবির পর কেন্দ্র বা সেখানকার রাজ্য সরকার কোনও পদক্ষেপ করে কি না, সে দিকে নজর থাকছে হাসপাতালগুলির। বস্তুত, দেশের সবচেয়ে বড় চিকিৎসক সংগঠনগুলির মধ্যে একটি আইএমএ। সংগঠনের হরিয়ানা শাখার দাবি, সে রাজ্যের মুখ্যমন্ত্রী নয়াব সিংহ সাইনির সঙ্গেও তারা আলোচনা করেছে। তিনি সঙ্গে সঙ্গে বকেয়া মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। কিন্তু মোট বকেয়ার একটি অংশই কেবল হাসপাতালগুলিকে দেওয়া হয়েছে বলে দাবি আইএমএর।

অন্য বিষয়গুলি:

Ayushman Bharat Scheme Haryana Medical Insurance Hospitals IMA Indian Medical Association
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy