ছবি টুইটার।
একনাথ শিন্ডের পাশে বসে বিজেপি নেতা দেবেন্দ্র ফডণবীস তখন মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করছেন। টেলিভিশনে সে দৃশ্যই তখন লাইভ দেখা হচ্ছিল গোয়ার হোটেলে। একনাথের নাম শোনামাত্রই মরাঠি গানে গমগম করে উঠল গোয়ার ওই হোটেল চত্বর। গানের তালে কোমর দোলালেন শিবসেনার বিদ্রোহী বিধায়কেরা।
বিভিন্ন সংবাদ মাধ্যমের ভিডিয়োতে দেখা গিয়েছে, বিদ্রোহী বিধায়কেরা সকলে মিলে আনন্দে নাচ করছেন। কেউ কেউ টেবিলের উপর উঠেই পা মেলাচ্ছেন। শিন্ডের নাম মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা হতেই বাঁধভাঙা উচ্ছ্বাস ধরা পড়েছে বিদ্রোহী বিধায়কদের মধ্যে। সেই দৃশ্যই ক্যামেরাবন্দি হয়েছে।
#WATCH | Eknath Shinde-faction MLAs, staying at a hotel in Goa, celebrate following his name being announced as the Chief Minister of Maharashtra. pic.twitter.com/uJVNa4N74g
— ANI (@ANI) June 30, 2022
মুখ্যমন্ত্রী যে হবেন একনাথ শিন্ডে, এমন জল্পনা আগে থেকে ছিল না। বরং বুধবার রাতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে উদ্ধব ঠাকরের ইস্তফার পর মুখ্যমন্ত্রী হিসাবে দেবেন্দ্র ফডণবীসের নাম ঘিরেই চর্চা চলেছে। শিন্ডেকে তাঁর ‘ডেপুটি’ করা হবে বলে জল্পনা শুরু হয়। বৃহস্পতিবার বেলা গড়িয়ে বিকেল হতেই জানা যায়, সন্ধ্যাতেই শপথ নেবেন নতুন মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রী। তখনও শিন্ডের নাম মুখ্যমন্ত্রী হিসেবে যে ঘোষণা করা হতে পারে, তা ঘুণাক্ষরেও টের পাননি কেউ। রাজ্যপাল ভগৎ সিংহ কোশিয়ারির সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিক বৈঠকে শিন্ডের নাম ঘোষণা করে রীতিমতো চমকে দেন ফডণবীস।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy