২ মাসের মাথায় রেপো রেট আবার বাড়িয়ে বাড়াল রিজ়ার্ভ ব্যাঙ্ক। ফাইল চিত্র।
২ মাসের মাথায় রেপো রেট আবার বাড়াল রিজ়ার্ভ ব্যাঙ্ক (আরবিআই)। বুধবার দেশের শীর্ষ ব্যাঙ্কের ঋণনীতি কমিটির ২ দিনের বৈঠকের পর গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের রেপো রেট আরও ৩৫ বেসিস পয়েন্ট বাড়ানো হচ্ছে। ফলে নতুন রেপোরেট বেড়ে দাঁড়াল ৬.২৫ শতাংশ।
রিজ়ার্ভ ব্যাঙ্ক যে সুদের হারে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে স্বল্পমেয়াদি ঋণ দেয় তাকে রেপো রেট বলা হয়। রেপো বাড়ায় বাড়ি-গাড়ির জন্য নেওয়া ব্যাঙ্কঋণের সুদের হারও বাড়তে পারে বলে আশঙ্কা। সে ক্ষেত্রে সাধারণ মানুষের উপর ঋণে ইএমআইয়ের বোঝাও বাড়তে পারে বলে অনুমান। শীর্ষ ব্যাঙ্কের একটি সূত্র জানিয়েছে, ঋণনীতি কমিটির বৈঠকে ভোটাভুটির মাধ্যমে রেপো রেট বাড়ানোর সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রায় দেড় বছর পর গত ৪ মে রেপো রেট বাড়িয়েছিল আরবিআই। ৪০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করে ৪.৪ শতাংশ করা হয়েছিল। তার পর থেকে ধারাবাহিক ভাবে বাড়ানো হচ্ছে রেপো রেট। চলতি বছরে এই নিয়ে পঞ্চম বার। এর আগে গত ৩০ সেপ্টেম্বর রেপো ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৫.৯০ শতাংশ করেছিল আরবিআই। তার আগে গত ৫ অগস্ট সুদের হার ৫০ বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছিল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy