Advertisement
২২ নভেম্বর ২০২৪
National News

জনমত না মেনে পিছনের দরজা দিয়ে সরকার করাটা গণতন্ত্র? পাল্টা প্রশ্ন বিজেপির

উদ্ধব-শরদদের দাবিকে অগ্রাহ্য করে রবিশঙ্কর বলেন, গত পাঁচ বছরে দেবেন্দ্র ফডণবীসের উন্নয়নমূলক কাজকর্মের সুবিধা পেলেও ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্যই নিজেদের আদর্শ জলাঞ্জলি দিয়েছে শিবসেনা।

শিবসেনা-কংগ্রেস-এনসিপি জোটকে অপবিত্র আখ্যা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। ছবি: পিটিআই।

শিবসেনা-কংগ্রেস-এনসিপি জোটকে অপবিত্র আখ্যা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০১৯ ১৭:৪৯
Share: Save:

পিছনের দরজা দিয়ে মহারাষ্ট্রের জনমতকে পাল্টানোর চেষ্টা করছে শিবসেনা-কংগ্রেস-এনসিপি জোট, এবং সেটাই আটকে দিয়েছে বিজেপি... মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে মহারাষ্ট্রে রাজনৈতিক পালাবদলের পর, উদ্ধব ঠাকরে-শরদ পওয়ারদের এ ভাবেই বিঁধল বিজেপি।

শনিবার দুপুরে সাংবাদিক সম্মেলন করে বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ ওই জোটকে অপবিত্র আখ্যা দেন। রাজ্যে সরকার গড়া নিয়ে তিনি বলেন, ‘‘বিজেপির পক্ষেই মহারাষ্ট্রের জনমত রয়েছে।’’ তাঁর প্রশ্ন, ‘‘বিজেপির পক্ষেই যদি স্পষ্ট জনমত থাকে, তবে কেন এই অপবিত্র জোটকে আটকানো হবে না? সরকার গড়তে জনমতের উপর আস্থা থাকবে না কেন? এমন প্রশ্নই তুলতে শুরু করেছেন মহারাষ্ট্রের সাধারণ মানুষ।’’

এ দিন বিকেলে মুম্বইয়ের দলীয় কার্যালয়ে কর্মীদের নিয়ে উৎসবেও মাততে দেখা যায় দেবেন্দ্র ফডণবীসকে। তিনি বলেন, ‘‘মহারাষ্ট্রের জনগণের জন্যই এই জোট করেছি। কারণ, রাজ্যে একটি স্থায়ী সরকার প্রয়োজন।’’

আরও পড়ুন: সার্জিক্যাল স্ট্রাইক, বললেন উদ্ধব || শিবসেনার নেতৃত্বেই সরকার হবে, ‘নিশ্চিত’ শরদ

শনিবার সাতসকালেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নেন বিজেপির দেবেন্দ্র ফডণবীস। তবে শুক্রবার শিবসেনা-কংগ্রেস-এনসিপি জোটের প্রাথমিক বৈঠকের পর শরদ পওয়ার জানিয়েছিলেন, রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। তবে পরের দিন সকালেই দেবেন্দ্র ফডণবীসের পাশে শরদ পওয়ারেরই ভাইপো তথা এনসিপি নেতা অজিত পওয়ারকে উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে দেখা যায়। যাকে বিজেপির ‘রাজনৈতিক সার্জিক্যাল স্ট্রাইক’ বলে আখ্যা দিয়েছেন উদ্ধব ঠাকরে। মুম্বইয়ে এ দিন শরদ পওয়ারকে পাশে নিয়ে যৌথ সাংবাদিক সম্মেলনে বিজেপিকে বিঁধতেও ছাড়েননি তিনি। উদ্ধব বলেন, ‘‘শুধুমাত্র মহারাষ্ট্রেই নয়, সারা দেশেই এমন খেলা করছে বিজেপি। এটাকে রাজনৈতিক সার্জিক্যাল স্ট্রাইক ছাড়া আর কী বলব! সরকার গড়ার জন্য বিধায়ক কেনাবেচাই চালিয়ে যাচ্ছে বিজেপি।’’ তবে বিজেপি যদি তাদের বিধায়কদের নিজেদের দিকে টানতে চায়, মহারাষ্ট্রের মানুষ তা মেনে নেবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন উদ্ধব। তাঁর কথায়, ‘‘বিজেপিকে চেষ্টা করতে দিন। মহারাষ্ট্র চুপ করে থাকবে না।’’ মহারাষ্ট্রে শিবসেনা-কংগ্রেস-এনসিপি জোটই শেষ পর্যন্ত সরকার গড়বে বলে দাবি করেন শরদ।

আরও পড়ুন: সন্ধ্যায় অজিতকে এনসিপি থেকে বহিষ্কার? এত বড় প্রতারণার শিকার হইনি, বার্তা সুপ্রিয়া সুলের

তবে উদ্ধব-শরদদের দাবিকে অগ্রাহ্য করে রবিশঙ্কর বলেন, গত পাঁচ বছরে দেবেন্দ্র ফডণবীসের উন্নয়নমূলক কাজকর্মের সুবিধা পেলেও ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্যই নিজেদের আদর্শ জলাঞ্জলি দিয়েছে শিবসেনা। তিনি বলেন, ‘‘কংগ্রেস-এনসিপি নিজেরাই বলেছিল, বিরোধী আসনে বসবে। তবে সরকারের আসনে বসতে হঠাৎ করে এই গড়াপেটার ম্যাচ কেন?’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy