দিল্লি বিমানবন্দরে শুরু করোনা পরীক্ষা। ছবি সংগৃহীত।
চিনে করোনা বিস্ফোরণের আবহে বিদেশ থেকে আসা যাত্রীদের করোনা পরীক্ষা শুরু হল দিল্লি বিমানবন্দরে। শনিবার থেকে এই ছবি দেখা গিয়েছে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে। বিদেশফেরত যাত্রীদের করোনা পরীক্ষা চালু করার প্রক্রিয়া শুরু হয়েছে দেশের আরও কয়েকটি বিমানবন্দরেও।
শীত পড়তেই অতিমারি উদ্বেগজনক আকার ধারণ করেছে চিনে। অতিমারি থাবা বাড়িয়েছে কয়েকটি দেশেও। এই পরিস্থিতিতে শনিবার থেকে ২ শতাংশ বিদেশফেরত যাত্রীর করোনা পরীক্ষা করছেন দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ। বিদেশফেরত যাত্রীদের বিনামূল্যে করোনা পরীক্ষা করা হবে বলে জানিয়েছে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষও। পাশাপাশি, মধ্যপ্রদেশের খাজুরাহো বিমানবন্দরেও শনিবার থেকে শুরু হয়েছে করোনা পরীক্ষা। একই ছবি দেখা গিয়েছে পুণে বিমানবন্দরেও।
শুক্রবার দেশের সব রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডবিয়। করোনা বৈঠকে কোভিডবিধি পালন, টিকা ইত্যাদি বিষয়গুলির উপর জোর দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তা রাজ্যগুলির স্বাস্থ্যমন্ত্রীদের জানিয়েছেন মনসুখ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy