Advertisement
১৯ ডিসেম্বর ২০২৪
Rajinikanth

ফাঁদে পা দেব না, বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা খারিজ করে বললেন রজনীকান্ত

সম্প্রতি তামিলনাড়ু বিজেপির তরফে পঞ্চম শতকের কবি তিরুভল্লুবরের গেরুয়া কাপড় পরিহিত একটি ছবি প্রকাশ করা হয়,যা নিয়ে কম সমালোচনার মুখে পড়তে হয়নি তাদের।

জল্পনা ওড়ালেন রজনীকান্ত। —ফাইল চিত্র।

জল্পনা ওড়ালেন রজনীকান্ত। —ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
চেন্নাই শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০১৯ ২০:২৫
Share: Save:

দক্ষিণী তারকা রজনীকান্ত বিজেপিতে যোগ দেওয়ার সমস্ত জল্পনা ওড়ালেন। শুক্রবার তিনি জানান, তাঁকে গেরুয়া দলে ভেড়ানোর সব রকম চেষ্টা চলছে। কিন্তু ফাঁদে তিনি পা দেবেন না বলে জানালেন রজনীকান্ত।

সম্প্রতি রজনীকান্তকে তাঁদের দলে যোগ দিতে আহ্বান জানান তামিলনাড়ুর বিজেপি নেতা পোন রাধাকৃষ্ণণ। শুক্রবার চেন্নাইয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হলে, তা নিয়ে মতামত চাওয়া হলে রজনীকান্ত বলেন, ‘‘এখনও পর্যন্ত বিজেপির তরফে দলে যোগ দেওয়ার কোনও রকম প্রস্তাব পাইনি। আমাকে গেরুয়াপন্থী হিসাবে দেখানোর একটা প্রচেষ্টা চলছে।’’

সম্প্রতি তামিলনাড়ু বিজেপির তরফে পঞ্চম শতকের কবি তিরুভল্লুবরের গেরুয়া কাপড় পরিহিত একটি ছবি প্রকাশ করা হয়,যা নিয়ে কম সমালোচনার মুখে পড়তে হয়নি তাদের। সেই প্রসঙ্গ টেনে রজনী বলেন, ‘‘তিরুভল্লুবরের মতোই আমাকে গেরুয়া শিবিরে ভেড়ানোর চেষ্টা হচ্ছে। কিন্তু এ ভাবে আমাকে ফাঁদে ফেলা যাবে না, তিরুভল্লুরকেও না।’’

আরও পড়ুন: বাবুয়ার আবদারে গললেন বুয়া, মুলায়মের বিরুদ্ধে মামলা তুলে নেওয়ার সিদ্ধান্ত মায়াবতীর

আরও পড়ুন: সময়সীমা শেষ হচ্ছে আজ মধ্যরাতেই, ফডণবীসের ইস্তফা, মহারাষ্ট্রে সরকার গঠনের সূত্র অধরাই

বেশ কয়েক বছর ধরেই রজনীকান্তের রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে নানা জল্পনা চলছে। ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে নিজের দল ঘোষণা করবেন বলে জানালেও, গেরুয়া শিবিরের সঙ্গে তাঁর দহরম মহরম নিয়ে বরাবরই আলোচনা হয়েছে। এমনকি কর্মজগতে তাঁর সতীর্থ কমল হাসনও রজনীকে ‘গেরুয়া ঘেঁষা’ বলে কটাক্ষ করেছেন।

তার মধ্যেই দিন কয়েক আগে কেন্দ্রীয় সরকার জানিয়ে দেয়, নভেম্বরের শেষে গোয়ায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘আইকন অব গোল্ডেন জুবিলি’ পুরস্কারে সম্মানিত করা হবে। তার পরেই এ দিন নিজের অবস্থান স্পষ্ট করে দেম রজনীকান্ত। অন্য দিকে রজনীর এই মন্তব্যের পর সাফাই দিয়েছে বিজেপিও। রাজ্য বিজেপির নেতা মুরলীধর বলেন, ‘‘আমরা কখনও বলিনি যে রজনীকান্ত আমাদের দলে যোগ দিয়েছেন বা যোগ দিতে চান। এই ধরনের জল্পনায় বিজেপির কোনও আগ্রহ নেই।’’

অন্য বিষয়গুলি:

Rajinikanth BJP Tollywood Actor
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy