সলমন খান। —ফাইল চিত্র।
আবার খুনের হুমকি বলিউড তারকা সলমন খানকে। মুম্বই ট্র্যাফিক পুলিশের কাছে এসে পৌঁছয় সেই বার্তা। সেখানে দাবি করা হয়, সলমন যদি দু’কোটি টাকা না দেন, তবে তাঁকে খুন হতে হবে! ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। কে এমন হুমকিবার্তা পাঠালেন, তা তদন্ত করে দেখছে মুম্বই পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ট্র্যাফিক পুলিশের কাছে সলমনকে খুন করার হুমকি দিয়ে বার্তা পাঠানো হয়। তবে সেই বার্তা কোথা থেকে পাঠানো হচ্ছে তার কোনও উল্লেখ নেই। মুম্বইয়ের ওরলিতে অজ্ঞাতপরিচয় ব্যক্তির নামে মামলা রুজু হয়েছে।
দিন দু’য়েক আগেই খুনের হুমকি পেয়েছিলেন সলমন। শুধু সলমন নন, নিহত এনসিপি নেতা (অজিত পওয়ার গোষ্ঠী) বাবা সিদ্দিকির ছেলে জিশানকেও একই হুমকি দেওয়া হয়। মঙ্গলবার জানা যায়, সম্প্রতি খুনের হুমকি পেয়েছেন জিশান। তিনি মুম্বইয়ের বান্দ্রা-পূর্ব আসনের বিধায়ক। শুক্রবার সন্ধ্যায় তাঁর বান্দ্রার অফিসে একটি অচেনা নম্বর থেকে ফোন আসে। ফোনে জিশানকে খুনের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। সলমনকেও একই ভাবে হুমকি পাঠানো হয়। সেই ঘটনায় মঙ্গলবার অভিযুক্ত যুবককে নয়ডা থেকে গ্রেফতার করে মুম্বই পুলিশ।
প্রসঙ্গত, গত ১২ অক্টোবর জিশানের দফতরের সামনে আততায়ীদের গুলিতে খুন হন সিদ্দিকি। তিন জন আততায়ী তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়েছিলেন। এর পর তদন্তে নেমে একে একে ১৫ জনকে গ্রেফতার করে পুলিশ। সেই ঘটনার পর পরই সলমনকে খুনের হুমকি দেওয়া হয়েছিল। উল্লেখ্য, সলমন সিদ্দিকি-ঘনিষ্ঠ বলেই পরিচিত। এনসিপি নেতা খুনের সপ্তাহখানেক পরেই মুম্বই পুলিশের কাছে সলমনকে খুন করার হুমকি বার্তা পাঠানো হয়। সেখানে লেখা হয়, “সলমন খানের পরিণতি বাবা সিদ্দিকির চেয়েও খারাপ হবে। বিষয়টি হালকা ভাবে নেবেন না। লরেন্স বিশ্নোইয়ের সঙ্গে শত্রুতার অবসান ঘটিয়ে প্রাণে বাঁচতে চাইলে তাঁকে পাঁচ কোটি টাকা দিতে হবে।” একই সঙ্গে হুঁশিয়ারির সুরে ওই বার্তায় লেখা হয়েছে, “যদি টাকা না দেওয়া হয়, তবে সলমন খানের অবস্থা বাবা সিদ্দিকির চেয়েও খারাপ হবে।” ফের একই মর্মে হুমকিবার্তা গেল মুম্বই পুলিশের কাছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy