ছুটি কাটাতে কাশ্মীরে রাহুল।
শিশুর সারল্যেই এক যুবক গুলমার্গের বরফে চড়াই-উতরাই বেয়ে এগিয়ে চলেছেন। আপন খেয়ালেই উচ্ছ্বাস প্রকাশ করছেন। একান্তে সময় কাটাতে ব্যক্তিগত সফরে কাশ্মীরে এসেছেন রাহুল গান্ধী।
শীত যাওয়ার আগে নতুন করে বরফ পড়েছে উত্তর কাশ্মীরের গুলমার্গে। শৈলশহরটিতে পর্যটক সমাগমও বেড়েছে। দিল্লির অলিন্দ ছেড়ে ভূস্বর্গে চলে এসেছেন প্রাক্তন কংগ্রেস সভাপতিও। গুলমার্গে তাঁর একান্ত মুহূর্তযাপনের ভিডিয়ো নিজের টুইটার হ্যান্ডলে পোস্ট করেছেন ফারহাত নায়েক নামের এক ব্যক্তি। ভিডিয়োর পাশাপাশি, ওই টুইটে লেখা হয়েছে, “ভারত জোড়ো যাত্রার সাফল্যের পরে রাহুলজি গুলমার্গে একটা সুন্দর ছুটি কাটাচ্ছেন।”
As a reward, Rahul Ji treating himself to a perfect vacation in Gulmarg after successful #BharatJodoYatra.#RahulGandhi@RahulGandhi pic.twitter.com/DDHCDluwCC
— Farhat Naik (@Farhat_naik_) February 15, 2023
ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, রাহুল স্কিয়ের মাধ্যমে বরফের ঢাল বেয়ে নীচে নামছেন এবং দু’হাতে লাঠি ধরে আবার উপরে উঠে আসছেন। দূরে দাঁড়িয়ে তাঁকে প্রয়োজনীর নির্দেশ দিচ্ছেন এক প্রশিক্ষক। নিজের ব্যক্তিগত সফরের কথা সংবাদমাধ্যমের কাছে গোপনই রেখেছিলেন রাহুল। এমনকি কাশ্মীরের সংবাদমাধ্যমের প্রতিনিধিরা তাঁকে এ বিষয়ে প্রশ্ন করলে, তিনি নমস্কার বলে চলে যান। কাশ্মীরের প্রদেশ কংগ্রেস কমিটির তরফে বলা হয়েছে, এটি একান্তই রাহুলের ব্যক্তিগত সফর। এর সঙ্গে রাজনীতির কোনও সংযোগ নেই। উপত্যকায় একটি ব্যক্তিগত অনুষ্ঠানেও যোগ দিতে পারেন রাহুল। গত ৩০ জানুয়ারি কন্যাকুমারী থেকে ৩,৭৯০ কিমি পথ পেরিয়ে কাশ্মীরে এসে শেষ হয়েছিল কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা। ভারী তুষারপাতের মধ্যেই সমাপ্তি বক্তব্য রেখেছিলেন রাহুল। এক মাসের মধ্যেই আবার ভূস্বর্গে এলেন রাহুল। এ বার বেড়াতে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy