ছবি: পিটিআই।
নিশ্চুপে বিদেশে পাড়ি দেন রাহুল গাঁধী। আর বারবার প্রশ্নের মুখে পড়তে হয় কংগ্রেসকে। রাহুল গাঁধী কোথায় যান? কী করতেই বা যান? উত্তরটি আজ দিয়েই ফেলল কংগ্রেস। এআইসিসি মঞ্চ থেকে কংগ্রেস জানাল, বিদেশে ‘ধ্যান’ করতে গিয়েছেন রাহুল।
গত শনিবার রাত থেকেই দিল্লিতে হদিস নেই রাহুলের। দলের নেতা, সাংবাদিকদের খোঁচাখুঁচিতে বেরিয়েই পড়ল, রাহুল আবার বিদেশে। মহারাষ্ট্র, হরিয়ানা ভোটের ঠিক আগেও বেপাত্তা ছিলেন। একেবারে শেষ লগ্নে এসে দুই রাজ্যে প্রচার করেছিলেন। দলের অনেকে সেই সময় বলেছিলেন, কম্বোডিয়ায় ‘বিপাসনা’ করতে গিয়েছিলেন রাহুল। কিন্তু নভেম্বরের গোড়া থেকে তো আর্থিক ঝিমুনির প্রতিবাদে দেশ জুড়ে আন্দোলনের কর্মসূচি কংগ্রেসের। তার আগে ফের উধাও রাহুল? প্রশ্নের জবাবে দলের মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা বললেন, ‘‘রাহুল গাঁধী অতীতে অনেক বার ধ্যানের সফর করেছেন। এ বারেও গিয়েছেন।’’
রাহুলের অনুপস্থিতিতে তা হলে দলের কর্মসূচিতে কোনও ফারাক পড়বে না! প্রশ্নটি লঘু করতে রণদীপ বলেন, ‘‘যাবতীয় কর্মসূচির খসড়া রাহুল গাঁধীর উপস্থিতিতে, তাঁর নির্দেশে, তাঁর সঙ্গে আলোচনা করেই হয়েছে। সনিয়া কিংবা রাহুল নিশ্চয়ই রাজ্য বা জেলা স্তরের আন্দোলনে শামিল হবেন না। তাই রাহুলের বিদেশ সফরের সঙ্গে এর কী যোগ জানি না।’’ কিন্তু এই যুক্তির পরেও দল বুঝছে, সমালোচনা আরও বাড়তে পারে। ফলে পরক্ষণেই দলের পক্ষ থেকে বলা হয়, ফিরেই আন্দোলনে শামিল হবেন রাহুল।
কিন্তু রাহুল গিয়েছেন কোথায়? নেতারা বলছেন, ‘‘জানা নেই। এ বারে বোধহয় ইন্দোনেশিয়া। হয়তো বিপাসনা করতে গিয়েছেন। গত বারও শুনেছিলাম, বিপাসনা করছেন।’’ আসলে ‘বিপাসনা’ শব্দটি কংগ্রেসের নেতাদের মগজে ঢুকেছে রাহুলেরই দৌলতে। লোকসভা ভোটের আগে বলিউড অভিনেতা অক্ষয় কুমার সাক্ষাৎকার নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সেই সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী ‘আম’ কী করে খান, সে প্রশ্ন নিয়ে বিস্তর উপহাস হয়েছিল বিরোধী শিবিরে। পরে রাহুল এক সাক্ষাৎকারে মোদীকে কটাক্ষ করে বলেছিলেন, ‘‘ওঁর আম পছন্দ, আমার বিপাসনা।’’ শশী তারুরের মতো নেতারাও তখন বলেছিলেন, ‘‘বিপাসনা করেই রাহুলের মধ্যে রাজনীতিক সত্তার উদয় হয়েছে।’’
লোকসভা ভোট শেষের মুখে কেদারের গুহায় গেরুয়া বসনে ক্যামেরার সামনে মোদীর ধ্যান নিয়ে বিস্তর কটাক্ষ করেছিল কংগ্রেস। লোকসভার ফল এখন সকলের সামনে। আর কংগ্রেস শিবির থেকে রাহুলের ‘বিপাসনা’র গল্প শুনে এ বারে উপহাসের পালা বিজেপির। তাঁরা বলছেন, ‘‘বিপাসনার সময় গোটা জগৎ থেকে বিচ্ছিন্ন হতে হয়। রাহুল ধ্যানের মধ্যেও টুইট করছেন কী করে?’’ আরও বড় প্রশ্ন তুললেন বিজেপির তথ্যপ্রযুক্তি মোর্চার প্রধান অমিত মালব্য ও অন্য নেতারা। তাঁদের প্রশ্ন, ‘‘গোটা বিশ্বে ধ্যানের এক সমৃদ্ধ ঐতিহ্য বহন করে ভারত। পৃথিবীর নানা প্রান্ত থেকে মানুষ আসেন এ দেশে। কিন্তু সেই ধ্যান করার জন্যই রাহুল নিয়মিত উড়ে যান উটকো স্থানে। কংগ্রেস কেন রাহুলের সফরসূচি জনসমক্ষে আনে না?’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy