Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Mahalaxmi Scheme

‘মহালক্ষ্মী’তে তিন হাজার, মহারাষ্ট্রে প্রতিশ্রুতি রাহুলদের

মঙ্গলবারই বিজেপির মহায্যুতি জোট প্রতিশ্রুতি দিয়েছে, ভোটে জিতলে এই ভাতার পরিমাণ ১,৫০০ টাকা থেকে বাড়িয়ে ২,১০০ টাকা করা হবে।

রাহুল গান্ধী।

রাহুল গান্ধী। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৪ ০৮:১৪
Share: Save:

দেড় হাজার টাকার মোকাবিলায় তিন হাজার টাকা! মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের আগে একনাথ শিন্দের নেতৃত্বাধীন বিজেপির জোট সরকার মহিলাদের ভোট জিততে ‘লড়কি বহিন’ প্রকল্প চালু করেছিল। পশ্চিমবঙ্গের ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পের ধাঁচে এতে মহিলাদের মাসে দেড় হাজার টাকা করে ভাতা দেওয়া শুরু হয়েছে।

মঙ্গলবারই বিজেপির মহায্যুতি জোট প্রতিশ্রুতি দিয়েছে, ভোটে জিতলে এই ভাতার পরিমাণ ১,৫০০ টাকা থেকে বাড়িয়ে ২,১০০ টাকা করা হবে। আজ রাহুল গান্ধী, শরদ পওয়ার, উদ্ধব ঠাকরে মিলে মুম্বইয়ে বিরোধীদের ‘মহা বিকাশ আঘাড়ী’র যৌথ প্রচারের মঞ্চ থেকে ঘোষণা করলেন, তাঁরা ক্ষমতায় এলে ‘মহালক্ষ্মী যোজনা’ চালু করে মহিলাদের মাসে ৩ হাজার টাকা করে ভাতা দেবেন। মহিলা ও মেয়েদের বাসে নিখরচায় যাতায়াতেরও বন্দোবস্ত করা হবে।

ক্ষমতাসীন জোট ১০টি ‘গ্যারান্টি’ ঘোষণা করেছিল। আজ ‘মহা বিকাশ আঘাড়ী’ পাঁচটি ‘গ্যারান্টি’ ঘোষণা করেছে। মহিলাদের ভাতার পাশাপাশি ৩ লক্ষ টাকা পর্যন্ত কৃষি ঋণ মকুব, বেকারদের ৪ হাজার টাকা মাসিক অর্থসাহায্য, ২৫ লক্ষ টাকা স্বাস্থ্যবিমা ও আর্থ-সামাজিক জাতগণনা করে সংরক্ষণের ৫০ শতাংশ ঊর্ধ্বসীমা তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

মুম্বইয়ে বিকেলে বিরোধীদের জনসভার আগে রাহুল বুধবার সকালে নাগপুরে সংবিধান সম্মান সম্মেলনে যোগ দেন। সেখানে তিনি বলেন, জাতগণনার দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘুম কেড়ে নিয়েছে। বি আর অম্বেডকরের দীক্ষাভূমিতে গিয়ে শ্রদ্ধা জানান। কংগ্রেস মনে করছে, যে নাগপুরে আরএসএসের সদর দফতর, সেখানে সংবিধান সম্মান সম্মেলন ও অম্বেডকরের দীক্ষাভূমিতে রাহুলের শ্রদ্ধাজ্ঞাপন, তার সঙ্গে জাতগণনার দাবি কংগ্রেসকে দলিত, ওবিসি ভোট পেতে সাহায্য করবে। কংগ্রেস শাসিত তেলঙ্গনায় আজই জাতসমীক্ষার কাজ শুরু হয়েছে।

অন্য বিষয়গুলি:

Rahul Gandhi Maharashtra assembly vote 2024 Maharashtra Assembly Election 2024
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy