Advertisement
১৯ ডিসেম্বর ২০২৪
Rafale

বেজিংকে বার্তা প্রতিরক্ষামন্ত্রীর, বায়ুসেনায় রাফালের যোগ, চুপ প্রধানমন্ত্রী

ওই পাঁচটি বিমান অম্বালার ১৭ নম্বর গোল্ডেন অ্যারো স্কোয়াড্রনের অন্তর্ভুক্ত হয়েছে।

ভারতীয় বায়ুসেনায় রাফালের অন্তর্ভুক্তি অনুষ্ঠানে নয়া যুদ্ধবিমান থেকে বেরিয়ে আসছেন বায়ুসেনার পাইলট। বৃহস্পতিবার অম্বালায়। রয়টার্স

ভারতীয় বায়ুসেনায় রাফালের অন্তর্ভুক্তি অনুষ্ঠানে নয়া যুদ্ধবিমান থেকে বেরিয়ে আসছেন বায়ুসেনার পাইলট। বৃহস্পতিবার অম্বালায়। রয়টার্স

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২০ ০৩:২১
Share: Save:

লাদাখ সীমান্তে উত্তেজনার আবহের মধ্যেই আজ আনুষ্ঠানিক ভাবে ভারতীয় বায়ুসেনার অন্তর্ভুক্ত হল রাফাল বিমান।

২৯ জুলাই ফ্রান্স থেকে উড়ে ভারতে পৌঁছেছিল পাঁচটি রাফাল বিমান। আজ অম্বালা বায়ুসেনা ঘাঁটিতে রাফালের বায়ুসেনায় আনুষ্ঠানিক ভাবে যোগ দেওয়ার অনুষ্ঠানে নাম না করে চিনের উদ্দেশে মুখ খুললেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। কিন্তু অনেককে কিছুটা অবাক করেই এ নিয়েনীরব রইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বায়ুসেনা জানিয়েছে, ওই পাঁচটি বিমান অম্বালার ১৭ নম্বর গোল্ডেন অ্যারো স্কোয়াড্রনের অন্তর্ভুক্ত হয়েছে।

জুলাইয়ের শেষ সপ্তাহে রাফাল যখন ভারতে আসে সে সময়ে কেন্দ্র ইঙ্গিত দিয়েছিল ওই যুদ্ধবিমানের আনুষ্ঠানিক অন্তর্ভুক্তি অনুষ্ঠানে ফরাসি প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পারলে ছাড়াও উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে বিমানকে ‘গেম চেঞ্জার’ হিসেবে আজ ব্যাখ্যা করেছেন রাজনাথ সিংহ, সেই বিমানের বায়ুসেনায় কাজে যোগ দেওয়ার দিনে কিছুটা অবাক করে দিয়েই চুপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দল ছাড়াও মন্ত্রিসভার একাধিক সদস্য যখন রাফাল প্রশ্নে টুইটের বন্যা ছুটিয়েছেন, তখন আজ এ নিয়ে একটি শব্দও খরচ করেননি মোদী বা তাঁর সচিবালয়। রাফালের অন্তর্ভুক্তির পরে বিহার তথা দেশের জন্য মৎস্য প্রকল্পের ভিডিয়ো কনফারেন্সের উদ্বোধন করে বক্তৃতা দিতে দেখা গিয়েছে মোদীকে। কিন্তু যে রাফাল ঘিরে এক সময়ে দুর্নীতির অভিযোগ উঠেছিল মোদী সরকারের বিরুদ্ধে সেই বিমানের প্রশ্নে রাত পর্যন্ত কুলুপ এঁটেছেন প্রধানমন্ত্রী। আগামী অক্টোবর-নভেম্বরে বাকি ৩১টির মধ্যে আরও পাঁচটি রাফাল ভারতে আসার কথা। যাদের ঠিকানা হতে চলেছে পশ্চিমবঙ্গের হাসিমারা বায়ুঘাঁটি। বায়ুসেনায় রাফাল যোগ দেওয়ায় ভারতের আকাশসীমা আরও সুরক্ষিত হল বলেই মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: প্রদেশ কংগ্রেসের ভাগ্যে ফের ‘পরিযায়ী’ সভাপতি

আরও পড়ুন: মস্কোয় দ্বিপাক্ষিক বৈঠক ।। আগে সেনা সরাক চিন: জয়শঙ্কর

আজ পরম্পরা মেনে রাফালের অন্তর্ভুক্তির আগে সর্বধর্ম প্রার্থনা হয়। সারাং অ্যারোবেটিক দল অম্বালার আকাশে এয়ার শো-তে অংশ নেয়। ওই এয়ার শোতে অংশগ্রহণ করে জাগুয়ার, সুখোই-৩০, ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি তেজস যুদ্ধবিমান। পরে অনুষ্ঠানে লাদাখ সীমান্তের উত্তেজনার উল্লেখ করে রাজনাথ বলেন, ‘‘সীমান্তে যে পরিস্থিতি হয়েছে বা বলা ভাল তৈরি করা হয়েছে তা মাথায় রেখে বলতে হয় রাফালের অন্তর্ভুক্তির এটি সেরা সময়। এই বিমান ভারতের সেনার জন্য গেম চেঞ্জার হয়ে উঠবে। বর্তমানে ভারতের সীমান্ত রক্ষার প্রশ্নে রাফালের অন্তর্ভুক্তি যথেষ্ট তাপর্যপূর্ণ। রাফালের যোগ দেওয়ার মাধ্যমে ভারত গোটা বিশ্বকে বড় মাপের বার্তা দিতে সক্ষম হল, বিশেষ করে সেই দেশগুলিকে যারা আমাদের সার্বভৌমত্বকে খর্ব করতে চায়।’’ রাজনাথের বক্তব্য, ‘‘আমি আমার সাম্প্রতিক বিদেশ সফরে (মস্কোতে প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকে) স্পষ্ট করে দিয়েছি সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার প্রশ্নে আপসের কোনও প্রশ্ন নেই।’’ প্রতিরক্ষামন্ত্রীর সুরেই সীমান্তের পরিস্থিতি উল্লেখ করে বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল আর কে এস ভাদৌরিয়া বলেন, ‘‘বর্তমান সীমান্ত পরিস্থিতির কথা মাথায় রাখতে রাফালের বায়ুসেনায় যোগ দেওয়ার এর চেয়ে ভাল সময় আর কিছু হতে পারে না।’’ রাফালের অন্তর্ভুক্তিতে ভারত ও ফ্রান্সের বন্ধুত্ব আরও শক্তিশালী হল বলে দাবি করে রাজনাথ আগামী দিনে ভারতের প্রতিরক্ষা খাতে ফ্রান্সকে আরও বিনিয়োগ করার জন্য আহ্বান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী পারলে ভারত ও ফ্রান্সের দীর্ঘদিনের সুসম্পর্কের উল্লেখ করে বলেন, আগামী দিনে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্য পদের প্রশ্নে সরব হবে তাঁদের দেশ। ভবিষ্যতে ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে ফ্রান্স আরও বিনিয়োগ করবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি। বন্ধুতের চিহ্ন হিসাবে ওই বিমানের প্রযুক্তিগত তথ্য ভারতকে দেওয়া হবে বলে জানান পারলে। প্রথম দফায় পাঁচটির পরে বছরের শেষে ফের পাঁচটি রাফাল অন্তর্ভুক্ত হবে বায়ুসেনায়। আগামী বছরের মধ্যে বাকি ২৬টি বায়ুসেনায় যোগ দেবে বলে ঠিক রয়েছে। আজ রাফালের নির্মাতা দাসো অ্যাভিয়েশনের সিইও এরিক ট্র্যাপিয়ার বলেন, ‘‘ভারত যদি আরও রাফাল কিনতে চায় তাহলে আমরা নতুন করে এ দেশের সরকারের সঙ্গে চুক্তি করতে আগ্রহী।’’

অন্য বিষয়গুলি:

Rafale Indian Air Force Narendra Modi Ladakh China
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy