Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Pune Accident

রাস্তায় বাজি ফাটাতে গিয়ে বিপত্তি, দ্রুত গতিতে এসে ধাক্কা গাড়ির, ঘটনাস্থলেই মৃত্যু যুবকের

৪৮ ঘণ্টা কেটে গেলেও এখনও ঘাতক গাড়ির চালককে ধরা যায়নি। রাস্তার সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখে গাড়ি এবং পলাতক চালকের খোঁজ করছে পুলিশ।

Pune man bursting firecrackers on road dies after being hit by car

ঘটনার মুহূর্তে সিসি ক্যামেরার ফুটেজ। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২৪ ২০:৫১
Share: Save:

বাড়ির সামনেই বড় রাস্তা। সেখানে অন্যদের সঙ্গে বাজি ফাটাচ্ছিলেন তিনি। আচমকাই একটি গাড়ি দ্রুত গতিতে এসে ধাক্কা মারে তাঁকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের। দুর্ঘটনাটি ঘটেছে পুণের পিমরি-ছিনছওয়াড় এলাকায়।

সংবাদমাধ্যম সূত্রে খবর, মৃত যুবকের নাম সোহম পটেল। গত ১ নভেম্বর রাতের ঘটনা ধরা পড়েছে সিসি ক্যামেরায়। দেখা যাচ্ছে, রাস্তার ধারে বাজি ফাটাচ্ছিলেন সোহম। সে সময় আচমকাই একটি গাড়ি এসে ধাক্কা মারে তাঁকে। পড়ে যান তিনি। মাথায় এবং শরীরে বিভিন্ন অংশে আঘাত লাগে। রক্তাক্ত অবস্থায় সোহমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয়েরা। তবে চিকিৎসকেরা তাঁকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

৪৮ ঘণ্টা কেটে গেলেও এখনও ঘাতক গাড়ির চালককে ধরা যায়নি। রাস্তার সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখে গাড়ি এবং পলাতক চালকের খোঁজ করছে রাভেত থানার পুলিশ। শুক্রবারের ঘটনা উস্কে দিয়েছে পুণের পোর্শেকাণ্ডের স্মৃতি। গত ১৯ মে পুণের কল্যাণী নগরে দুই ইঞ্জিনিয়ারকে পিষে দিয়েছিল একটি বিলাসবহুল পোর্শে গাড়ি। মত্ত অবস্থায় ওই গাড়ি চালাচ্ছিল এক নাবালক। শুধু পুণে নয়, গত কয়েক মাসে একের পর এক গাড়ি দুর্ঘটনার ঘটনা ঘটেছে মহারাষ্ট্রে। জুলাই মাসের শুরুতে মুম্বইয়ের ওরলিতে বিএমডব্লিউ সেডান চালিয়ে বাড়ি ফেরার সময় এক আরোহীকে পিষে দেন মহারাষ্ট্রের শাসক জোটের সদস্য শিন্ডেসেনা নেতার পুত্র মিহির শাহ। এখনও সে সব ঘটনার তদন্ত চলছে। তার মধ্যেই আবার সেই পুণেতেই গাড়ি দুর্ঘটনার ঘটনা।

অন্য বিষয়গুলি:

Pune Accident Case Diwali 2024
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy