Advertisement
০২ নভেম্বর ২০২৪

নাগরিকত্ব বিল নিয়ে প্রতিবাদ তীব্র করছে আসু সমর্থকদের

রাজ্যের বিভিন্ন স্থানে আসু সমর্থকরা সাইকেল ও মোটরবাইক মিছিল বের করে।

ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
গুয়াহাটি শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৯ ০২:১০
Share: Save:

আগামী কাল নাগরিকত্ব বিল নিয়ে দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে আসুর বৈঠক। তার আগেই অসমে আন্দোলনের তীব্রতা বাড়ালো আসু। আজ ডিব্রুগড়ে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের বাড়ি ঘেরাও করার চেষ্টা করল আসু সমর্থকরা। পুলিশ লাঠি চালিয়ে ঘেরাও সরায়। ডিব্রুগড় থেকে কপ্টারে গুয়াহাটি আসেন সোনোয়াল। আসু নেতৃত্বের বক্তব্য, ‘‘উত্তর-পূর্বের সব রাজ্যের মুখ্যমন্ত্রীরা অমিত শাহর সামনেই বিলের প্রতিবাদ করেছেন। কিন্তু আসুর প্রাক্তন সভাপতি সোনায়াল গদির লোভে আসুর অসম চুক্তিকেই ব্যর্থ করতে ও রাজ্যের উপরে বহিরাগতদের বোঝা চাপিয়ে দিতে দিল্লির কাছে মাথা বিকিয়েছেন। এমন মুখ্যমন্ত্রী চাই না।’’

এ দিন রাজ্যের বিভিন্ন স্থানে আসু সমর্থকরা সাইকেল ও মোটরবাইক মিছিল বের করে। ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন বিশ্ববিদ্যালয় চত্বরে বিজেপি সদস্যদের প্রবেশ নিষিদ্ধ করেছে। আসুর সাধারণ সম্পাদক লুরিণজ্যোতি গগৈ জানান, কালকের বৈঠকে স্পষ্ট ও কড়া ভাষায় অমিত শাহের কাছে বিলের বিরোধিতা করা হবে। কটন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও আজ মশাল মিছিল বের করে বিলের প্রতিবাদ জানান।

অগপও যে ভাবে অমিত শাহের সঙ্গে বৈঠকে বিলের বিরুদ্ধে প্রতিবাদ না জানিয়ে সব মেনে নিয়েছে, তার প্রতিবাদ করে বিভিন্ন ছাত্র ও নাগরিক সংগঠন। প্রদেশ কংগ্রেস ইতিমধ্যেই সংশোধনীর বিরোধিতা চালিয়ে যাওয়া, এনআরসি বাতিল রোখা ও ১৯৭১ সালকে ভিত্তিবর্ষ হিসেবে রাখার সপক্ষে লড়াই চালানোর প্রস্তাব নিয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ বলেন, ‘‘আমরা সমস্যা মেটাতে এনআরসি করেছিলাম। বিজেপি সমস্যা বাড়িয়ে দিল।’’ বিল বিরোধী মঞ্চের নেতা হীরেণ গোঁহাই বলেন, ‘‘খাতায়-কলমে আইন প্রণয়ন করলেও অসমের মানুষ সেই আইন রুখবে। কাল গুয়াহাটিতে মশাল মিছিল ও ৫ ডিসেম্বর দিসপুরে গণধর্না হবে।’’

আরও পড়ুন: ‘নির্মলা’ নন, ‘নির্বলা’ সীতারামন, এ বার অধীরের কটাক্ষ কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে

অন্য বিষয়গুলি:

Citizenship Amendment Bill AASU
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE