গণধর্ষণ হয়েছে, তার প্রমাণ দিতে নির্যাতিতা অন্তঃসত্ত্বা মহিলার মৃত ভ্রূণ হাতে নিয়ে থানায় পৌঁছল পরিবার। উত্তরপ্রদেশের বরেলির এই ঘটনায় ওই নির্যাতিতা এখন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তবে বৃহস্পতিবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযুক্তদের এখনও গ্রেফতার করা যায়নি।
গত ১৩ সেপ্টেম্বর বরেলির মাঝগাঁওয়া গ্রামের ঘটনা। তিন মাসের অন্তঃসত্ত্বা ওই মহিলা ক্ষেতের কাজ করতে বাড়ি থেকে বেরিয়েছিলেন। সেখানেই তাঁকে ধর্ষণ করেন তিন জন। সময়ে বাড়ি না ফেরায় ওই মহিলার খোঁজ করতে শুরু করেন তাঁর পরিবারের সদস্যরা। কাজের জায়গা থেকে কিছু দূরেই গুরুতর জখম অবস্থায় খুঁজে পাওয়া যায় তাঁকে। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা পরীক্ষা করে জানান, ওই মহিলার গর্ভপাত হয়ে গিয়েছে। তাঁর চিকিৎসা শুরু হলে পরিবারের সদস্যরা মৃত ভ্রূণটি একটি প্লাস্টিকের কৌটোয় ভরে হাজির হন থানায়। গণধর্ষণের প্রমাণস্বরূপ তা জমা দেন পুলিশের কাছে।
আরও পড়ুন:
-
সাইকেল আরোহীর উপর আচমকা হামলা চিতাবাঘের, বরাতজোরে রক্ষা পাওয়ার দৃশ্য দেখে চমকে উঠতে হয়
-
হিজাব না পরার ‘অপরাধে’ মৃত্যু ইরানের মাহশার! চুল কেটে, হিজাব পুড়িয়ে প্রতিবাদে মেয়েরা
-
২০ বার টোপ হিসাবে ব্যবহার করা হয়েছিল, কুনোর সেই ‘ভাগ্যবান’ ছাগলকে কি শিকার করতে পারবে চিতা
-
ক্ষোভের আগুনে জ্বলছে ইরান, মেয়েদের পোশাকবিধি এত কঠোর কেন? সরব গোটা দেশ
এই ঘটনায় পুলিশের কাছে অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করার দাবি জানিয়েছে পরিবার। ধর্ষকদের কড়া শাস্তির দাবিও জানিয়েছে। বরেলির বিশারতগঞ্জ থানা এলাকার এই ঘটনায় এর পর পুলিশ সুপার দেহাত রাজকুমার আগরওয়াল নিজে উদ্যোগী হয়ে ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন। মহিলার বয়ান রেকর্ড করে শুরু হয়েছে অভিযুক্তদের খুঁজে বের করার প্রক্রিয়াও। যদিও ঘটনার পর ন’দিন কেটে গেলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।