এই পোস্টার ঘিরেই হইচই পড়ে গিয়েছে। ছবি টুইটার।
বাসস্ট্যান্ড, রেলস্টেশন থেকে রাস্তার অলিগলি— এক পোস্টার ঘিরে হুলস্থুল উত্তরাখণ্ডের কোতদ্বারে। পোস্টারে লেখা রয়েছে, ‘পুরুষ এসকর্ট চাই’। যা দেখে চক্ষু চড়কগাছ সকলের।
পোস্টারের ছবি ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমেও। ‘প্লে বয়’-এর কাজের জন্য পোস্টারে লেখা রয়েছে, ‘রোজ পাঁচ হাজার থেকে ১০ হাজার টাকা রোজগার করতে পুরুষরা এসকর্ট কোম্পানিতে যোগ দিন।’ এই পোস্টারে দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নম্বরও। তবে কে বা কারা এই পোস্টার দিলেন, তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।
Posters pasted all across Kotdwar city in Pauri Garhwal of BJP ruled Uttarakhand, reading "Male escorts requirment", even at the police station premises.
— जनरल नरभक्षी™ (@GDnarbhakshi) September 16, 2022
अब आप इसे रोजगार मानेंगे कि नहीं? pic.twitter.com/BmJ3hHzazs
এলাকায় থানার সামনেও ওই ‘জিগোলো’-র (পুরুষ যৌনকর্মী) পোস্টার লাগানো রয়েছে। এই ধরনের পোস্টার দেখে প্রভাবিত না হতে বাসিন্দাদের আর্জি জানানো হয়েছে পুলিশের তরফে। কোতদ্বারের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার জানিয়েছেন যে, গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। শহরের সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
একটি ইংরাজি দৈনিকে এক পুলিশ আধিকারিক বলেছেন, ‘‘পোস্টারের ব্যাপারে বাসিন্দারাই প্রথমে খবর দেন। পোস্টারে থাকা ফোন নম্বরে যোগাযোগ করা হয়। কিন্তু ফোন বন্ধ ছিল। লোকেশন যাচাই করে দেখা গিয়েছে, দিল্লি ও হরিয়ানার সীমানায় ওই ফোন নম্বরের হদিস পাওয়া গিয়েছে।’’ পুলিশ সূত্রে খবর, যে সব এলাকায় তরুণ প্রজন্মের সংখ্যা বেশি, সেখানেই পোস্টারগুলি দেওয়া হয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy