বেঙ্গালুরুর ডিসিপি চেতন সিংহ রাঠৌর।
নয়া নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বৃহস্পতিবার বেঙ্গালুরুর টাউন হলের সামনে তখন ফুঁসছে জনতা। বিক্ষোভকারীদের শান্ত করতে অভিনব পথ নিলেন এক পুলিশ-কর্তা। জাতীয় সঙ্গীত গাইলেন তিনি। শান্তিপূর্ণ পথে বিক্ষোভ থামানোর আবেদন জানালেন। কথা দিলেন তারাও লাঠি তুলবেন না। একে অন্যের কথা শুনল। আন্দোলন চলল, কিন্তু আগুন জ্বলল না। গোটা ঘটনার ভিডিয়ো ছড়াল সোশ্যাল মিডিয়ায়।
#WATCH Karnataka: DCP of Bengaluru(Central),Chetan Singh Rathore sings national anthem along with protesters present at the Town Hall in Bengaluru, when they were refusing to vacate the place. Protesters left peacefully after the national anthem was sung. #CitizenshipAmendmentAct pic.twitter.com/DLYsOw3UTP
— ANI (@ANI) December 19, 2019
ভিডিয়োটিতে দেখা গিয়েছে, বেঙ্গালুরুর ডিসিপি চেতন সিংহ রাঠৌর বলছেন, ‘‘ভিড়ের ফাঁকে এমন কিছু লোক লুকিয়ে থাকে, যাদের উদ্দেশ্য ঠিক নয়। ওই লোকগুলো যদি কোনও ভাবে সুযোগ পেয়ে যায়, আমাকে-আপনাকে মার খেতে হয়।’’ এর পরেই ভেসে আসে জনতার সমর্থন। ডিসিপি বলেন, ‘‘আপনারা যদি আমায় বিশ্বাস করেন, তা হলে আমি একটা গান গাইব। আর যাঁরা দেশবাসী, সবাই আমার পাশে দাঁড়াবেন।’’ এর পরে জাতীয় সঙ্গীত শুরু করেন তিনি। বিক্ষোভকারীরাও তাঁর সঙ্গে গলা মেলান।
এ দিন উর্দিধারীদের প্রশংসা করেছেন ইতিহাসবিদ রামচন্দ্র গুহও। গত কাল বেঙ্গালুরুর রাস্তায় নেমে প্রতিবাদ জানানোর সময়ে আটক হয়েছিলেন ৬১ বছর বয়সি রামচন্দ্র। মুক্তি পাওয়ার পরে জানালেন, পুলিশ তাঁর সঙ্গে ভাল ব্যবহার করেছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy