Advertisement
২২ নভেম্বর ২০২৪
Amritpal Singh

ভিন্দ্রানওয়ালের ‘মুখ’ চেয়েছিলেন! জর্জিয়া গিয়ে তাই কসমেটিক সার্জারি করান অমৃতপাল সিংহ

কম বয়স থেকেই নিজেকে ‘জার্নেল সিংহ ভিন্দ্রানওয়ালের অনুগামী’ বলে পরিচয় দিতেন অমৃতপাল সিংহ। আশির দশকে নিহত খলিস্তানি নেতার মতোই ধর্মীয় প্ররোচনামূলক বক্তব্য রাখতেন।

Police report says, Amritpal Singh went to Georgia for cosmetic surgery to look like Jarnail Singh Bhindranwale

জার্নেল সিংহ ভিন্দ্রানওয়ালের অনুরাগী অমৃতপাল সিং‌হকে ধরতে ব্যর্থ হয়েছে পঞ্জাব পুলিশ। গ্রাফিক: শৌভিক দেবনাথ।

সংবাদ সংস্থা
চণ্ডীগড় শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৩ ১১:১২
Share: Save:

কম বয়স থেকেই নিজেকে ‘জার্নেল সিংহ ভিন্দ্রানওয়ালের অনুগামী’ বলে পরিচয় দিতেন তিনি। আশির দশকে নিহত খলিস্তানি নেতার মতোই ধর্মীয় প্ররোচনামূলক বক্তব্য রাখতেন। যোদ্ধার পোশাক পরতে পছন্দ করতেন। সম্প্রতি একটি পুলিশ রিপোর্টে বলা হয়েছে, ভিন্দ্রানওয়ালের মতো চেহারা করতে গোপনে কসমেটিক সার্জারিও করেছেন অমৃতপাল সিংহ।

গত ১৭ মার্চ রাতে অমৃতপালকে ধরতে অভিযানে নেমেছিল পঞ্জাব পুলিশ। কিন্তু ৩ সপ্তাহ পেরিয়ে গেলেও অধরা একাধিক হিংসাকাণ্ডে অভিযুক্ত ‘ভাইসাব’ (অনুগামীদের কাছে এই নামেই পরিচিত অমৃতপাল)। যদিও তাঁর সংগঠন ‘ওয়ারিস পঞ্জাব দে’ (বাংলা তর্জমা করলে দাঁড়ায় ‘পঞ্জাবের উত্তরাধিকারী’)-এর একাধিক নেতাকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যেই।

সাম্প্রতিক পুলিশ রিপোর্ট বলছে, গোপনে জর্জিয়া গিয়ে কসমেটিক সার্জারি করিয়েছিলেন অমৃতপাল। ভিন্দ্রানওয়ালের আদল এনেছিলেন মুখে। প্রয়াত রাজনীতিক দীপ সিধু পঞ্জাবের জনগণের দাবিদাওয়া নিয়ে লড়ার জন্য ‘ওয়ারিস পঞ্জাব দে’ গড়েছিলেন। ২০২২-এ তাঁর মৃত্যুর পর সংগঠনের দায়িত্ব নেন আশির দশকের বিচ্ছিন্নতাবাদী নেতা জার্নেল সিংহ ভিন্দ্রানওয়ালের ভক্ত অমৃতপাল। পুলিশ জানিয়েছে, দীপের মৃত্যুর পর সংগঠনের নেতা হিসাবে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব নিতে মোগা জেলার বাসিন্দা নিহত ভিন্দ্রানওয়ালের গ্রামে গিয়েছিলেন অমৃতপাল।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy