Advertisement
০৫ নভেম্বর ২০২৪
UP

থানার মধ্যেই মহিলার সামনে হস্তমৈথুন, যোগীর রাজ্যে সাসপেন্ড পুলিশকর্তা

পুলিশ আধিকারিকের কীর্তি ভিডিয়ো করেন থানায় অভিযোগ জানাতে যাওয়া এক মহিলা। আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

গ্রাফিক: শৌভিক দেবনাথ

সংবাদ সংস্থা
দেওরিয়া শেষ আপডেট: ০১ জুলাই ২০২০ ১৩:৪০
Share: Save:

থানায় বসে হস্তমৈথুন করছেন পুলিশ আধিকারিক। সামনেই বসে রয়েছেন পুলিশের কাছে অভিযোগ জানাতে আসা এক মহিলা। এমন ভয়ঙ্কর ঘটনার সাক্ষী হল উত্তরপ্রদেশের দেওরিয়া। গোপন ক্যামেরায় ওই ঘটনার ভিডিয়ো তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ওই মহিলা। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেই ভিডিয়ো। যোগীর রাজ্যের পুলিশের ওই কীর্তি প্রকাশ্যে আসতেই দেশ জুড়ে নিন্দার ঝড় উঠেছে। শেষ পর্যন্ত চাপে পড়ে ওই অফিসারকে সাসপেন্ড করেছে উত্তরপ্রদেশ পুলিশ। দায়ের হয়েছে এফআইআর-ও।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জমিজমা সংক্রান্ত বিষয়ে অভিযোগ নিয়ে প্রায়ই দেওরিয়ার ভাতনি পুলিশ স্টেশনে যেতেন ওই মহিলা। অভিযোগ, নানা ছুতোয় ওই মহিলাকে নিজের অফিস ঘরে ডেকে পাঠাতেন ভাতনি থানার স্টেশন হাউস অফিসার (এসএইচও) ভীষ্মপাল সিংহ। অভিযোগ, তিনি ওই মহিলাকে অশালীন ইঙ্গিত করতেন এবং স্পর্শও করতেন অভিযোগকারিণী বলছেন, ‘‘প্রথম দিকে ২ থেকে ৩ বার ওই পুলিশ অফিসারের অশালীন ব্যবহার অমি এড়িয়ে গিয়েছিলাম। আমি জমিজমা সংক্রান্ত জটিলতা নিয়েই থানায় অভিযোগ করতে গিয়েছিলাম।’’

কিন্তু বিষয়টি সেখানেই থেমে যায়নি। ওই মহিলার অভিযোগ, এমন ঘটনা বার বার ঘটছিল। শেষ পর্যন্ত ভীষ্মপাল সিংহের কীর্তিকলাপ গোপন ক্যামেরায় ভিডিয়ো করেন ওই মহিলা। তার পর তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। অভিযোগকারিণীর দাবি, ‘‘আমার এক আত্মীয়াও ওই পুলিশ অফিসারের এমন অশালীন ব্যবহারের শিকার হয়েছিলেন। সে কথা জানার পরেই আমি ঘটনাটার ভিডিয়ো করি।’’

আরও পড়ুন: ভাড়াবাড়ি ছেড়ে ১২ ঘরের ফ্ল্যাটে উঠে গেলেন দিলীপ ঘোষ​

ভিডিয়ো ভাইরাল হতেই নিন্দার ঝড় ওঠে। চাপে পড়ে ভীষ্মপাল সিংহকে সাসপেন্ড করা হয়। দেওরিয়ার পুলিশ সুপার জানিয়েছেন, ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: নিউটাউনে আক্রান্ত দিলীপ ঘোষ, ভেস্তে গেল চা-চক্র, ভাঙা হল একাধিক গাড়ি

এই প্রথম নয়, এর আগেও সাসপেন্ড হয়েছিলেন অভিযুক্ত পুলিশ আধিকারিক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সিলমপুর কোতয়ালিতে বদলির দু’দিনের মাথায় তাঁকে সাসপেন্ড করা হয়েছিল।

অন্য বিষয়গুলি:

UP Deoria
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE