মানালি ঘুরতে যাওয়ার শখ। অথচ হাতে কানাকড়িও নেই। কিন্তু মন যখন চেয়েছে, ঘুরতে তো যেতেই হবে। আর সেই ইচ্ছাপূরণে শেষমেশ অপরাধের রাস্তায় নামতে হল দুই কিশোর এবং চার তরুণকে। ঘুরতে যাওয়ার টাকা জোগাড় করতে তাঁদের বিরুদ্ধে ডাকাতির অভিযোগ উঠেছে। দিল্লির ঘটনা।
পুলিশ সূত্রে খবর, সম্প্রতি সুলতানপুরীর একটি দোকানে ডাকাতির ঘটনা ঘটে। দোকানমালিকের কপালে বন্দুক ঠেকিয়ে টাকা লুট করার অভিযোগ ওঠে। ঘটনার তদন্তে নেমে স্তম্ভিত হয়ে যায় পুলিশ। মঙ্গলপুরী এবং সুলতানপুরীর একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে দুই কিশোর এবং চার তরুণকে গ্রেফতার করে পুলিশ।
আরও পড়ুন:
ধৃতদের জেরা করে পুলিশ জানতে পেরেছে যে, অনেক দিন ধরেই হিমাচল প্রদেশের মানালিতে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছিল তারা। কিন্তু টাকা জোগাড় হচ্ছিল না। শেষমেশ একটি দোকান লুট করার পরিকল্পনা করে তারা। সেই অনুযায়ী একটি দেশি বন্দুকও জোগাড় করে। তার পর সুলতানপুরী এলাকার একটি মুদি দোকানে ডাকাতি করে। সেই টাকা নিয়ে মানালি ঘুরতে চলে যায় তারা। ডাকাতির ঘটনায় অভিযুক্তদের খোঁজে বেশ কয়েকটি দল গঠন করে পুলিশ। মঙ্গলপুরী এবং সুলতানপুরী এলাকার বেশ কয়েকটি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অভিযুক্তদের চিহ্নিত করেন তদন্তকারী আধিকারিকেরা। মানালি থেকে ঘুরে দিল্লিতে ঢুকতেই ওই ছ’জনকে গ্রেফতার করে পুলিশ।