সনিয়াকে জন্মদিনের শুভেচ্ছা মোদীর। গ্রাফিক: শৌভিক দেবনাথ।
গুজরাত এবং হিমাচল প্রদেশে ভোটযুদ্ধের পরের দিন প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সনিয়া ৭৬ বছর পূর্ণ করলেন। কংগ্রেস সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতানেত্রীরাও তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
টুইটারে সোনিয়ার উদ্দেশে মোদী লিখেছেন, ‘‘সোনিয়া গান্ধীজিকে জন্মদিনের শুভেচ্ছা। তাঁর সুস্থ ও দীর্ঘজীবন কামনা করছি।’’ হিমাচলে বিধানসভা ভোটে কংগ্রেসের জয়ের পরে মুখ্যমন্ত্রী নির্বাচন নিয়ে কংগ্রেসের অন্দরে টানাপড়েন শুরু হলেও সনিয়া-সহ গান্ধী পরিবার সেই ‘তৎপরতা’ থেকে আপাতত দূরে রয়েছে। রাহুল এবং প্রিয়ঙ্কাকে নিয়ে রাজস্থানের সওয়াই মাধোপুরের রণথম্ভৌর ব্যাঘ্র প্রকল্পে এ বার জন্মদিন পালন করবেন সনিয়া।
Birthday greetings to Smt. Sonia Gandhi Ji. Praying for her long and healthy life.
— Narendra Modi (@narendramodi) December 9, 2022
বস্তুত, বৃহস্পতিবার গুজরাত-হিমাচলে যখন ভোটগণনা চলছে, তখনই সনিয়া পৌঁছে গিয়েছিলেন রণথম্বৌরে। ভারত জোড়ো যাত্রা থেকে সাময়িক বিরতি নিয়ে রাহুলও পৌঁছন সেখানে। প্রিয়ঙ্কা এবং তাঁর স্বামী রবার্টও ব্যাঘ্রদর্শনে সনিয়ার সঙ্গী হবেন বলে কংগ্রেসের একটি সূত্র জানাচ্ছে। রবার্টের এক বন্ধুর রিসর্টেই ঘরোয়া ভাবে শুক্রবার সনিয়ার জন্মদিন পালন করা হবে বলে ওই সূত্রের দাবি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy