সূর্যগ্রহণ দেখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি- পিটিআই।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সূর্যগ্রহণ দেখার ছবি নিজের টুইটার হ্যান্ডল থেকে পোস্ট করার পরই বিভিন্ন মিমে ভরে যায় সোশ্যাল মিডিয়া। সেই আসরে নেমে পড়ে কংগ্রেস। সেই ছবি পোস্ট করে কংগ্রেসের অফিসিয়াল টুইটার হ্যান্ডলে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে লেখা হয়, ‘ট্রুলি দ্য কুলেস্ট পিএম’ । সঙ্গে হ্যাশট্যাগ ‘ঝুটঝুটঝুট’।
বৃহস্পতিবার সকালে পোস্ট করা সেই ছবিতে মোদীকে দেখা যাচ্ছে বাদামি রঙের জ্যাকেটে। গলায় তাঁর লাল রঙের স্কার্ফ। চোখে কালো চশমা পরে তিনি তাকিয়ে আছেন আকাশের দিকে। বাঁ-হাতে ধরে রয়েছেন আরও একটি চশমা। মোদীর এই ছবির উপরেই কংগ্রেস লিখেছে, ‘মোদী এতটাই অবিচলিত। দেশ যখন জ্বলছে তখনও তিনি বহাল তবিয়তে।’
এনআরসি নিয়ে সারা দেশ জুড়ে চলছে প্রতিবাদ। সেই প্রতিবাদ দমন করতে গুলি চালিয়েছে পুলিশও। সেই আবহেই প্রধানমন্ত্রীর সূর্যগ্রহণ দর্শন নিয়ে খোঁচা কংগ্রেসের। গত সপ্তাহে ডিটেনশন ক্যাম্প প্রসঙ্গে মোদী বলেছিলেন, ‘দেশে একটিও ডিটেনশন সেন্টার নেই।’ মোদীর সেই দাবিকে নস্যাৎ করে বৃহস্পতিবার সকালে একটি ভিডিয়ো পোস্ট করেন কংগ্রেস নেতা রাহল গাঁধী। সেখানেও ব্যবহার করা হয়েছিল এই ‘ঝুটঝুটঝুট’ হ্যাশট্যাগ। সেই হ্যাশট্যাগ ব্যবহার করেই এখানেও মোদীকে আক্রমণ করেছে কংগ্রেস। দেখুন কংগ্রেসের করা সেই পোস্ট—
Truly the Coolest PM. #JhootJhootJhoot pic.twitter.com/Im8TeIj6lN
— Congress (@INCIndia) December 26, 2019
কংগ্রেস বেলাতে আক্রমণ করলেও মোদীর ছবির মিমে ভরে সকাল থেকেই ভরে গিয়েছিল সোশ্যাল মিডিয়া। নেটিজেনদের এই চেষ্টা নজর এড়ায়নি প্রধানমন্ত্রীর। গাঁধীগিরি ঢঙে সেই টুইটের জবাব দিয়েছেন তিনি। বলেছেন, ‘সুস্বাগতম...আনন্দ করুন’। দেখুন সেই টুইট—
Most welcome....enjoy :) https://t.co/uSFlDp0Ogm
— Narendra Modi (@narendramodi) December 26, 2019
Like many Indians, I was enthusiastic about #solareclipse2019.
— Narendra Modi (@narendramodi) December 26, 2019
Unfortunately, I could not see the Sun due to cloud cover but I did catch glimpses of the eclipse in Kozhikode and other parts on live stream. Also enriched my knowledge on the subject by interacting with experts. pic.twitter.com/EI1dcIWRIz
মোদীর এই গাঁধীগিরিতেই মজেছিলেন তাঁর ভক্তরাও। কেউ বলেছেন, ‘মানুষের প্রধানমন্ত্রী।’ কেউ বলেছেন ‘সেরা প্রধানমন্ত্রী’। তো কেউ মজা করেছেন, ‘আমার মন্তব্যের জবাব কখন পাব’। কিন্তু মোদীর জবাব সত্ত্বেও ওই ছবি নিয়ে মিম হওয়া বন্ধ হয়নি। নেটিজেনরা নিজেদের মতো করে সেই ছবি নিয়ে মজায় মেতেছেন। দেখুন সেই সব টুইট—
Sequence of events pic.twitter.com/JH0q8t1JPY
— Ankur Singh (@iAnkurSingh) December 26, 2019
You vs The guy she tell you not to
— Prabhat Sharma 🇮🇳 (@Prashaforever) December 26, 2019
worry about pic.twitter.com/lMsE9aHzBJ
— Manoj Agrawal 🇮🇳 (@manoj_indore) December 26, 2019
My contribution pic.twitter.com/9tuhmoot3Q
— An Open Letter 😷 (@AnOpenLetter001) December 26, 2019
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy