বুধবার সকালে করোল বাগ যাওয়ার আগে প্রধানমন্ত্রী মোদী টুইট করে জানান, তাঁর সরকার কী ভাবে সন্ত রবিদাসের দেখানো পথে চলছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখতে বদ্ধপরিকর। তিনি বিশ্রাম ধামে যাচ্ছেন, সে কথাও টুইটে লেখেন।
ভক্তদের সঙ্গে ঝুমঝুমি বাজিয়ে কীর্তনে যোগ দেন মোদী।
সন্ত রবিদাস জয়ন্তীতে প্রার্থনায় অংশ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৬ ফেব্রুয়ারি, বুধবার তিনি রাজধানী দিল্লির করোল বাগের শ্রী গুরু রবিদাস বিশ্রাম ধাম মন্দিরে প্রার্থনা ও কীর্তনে অংশ নেন।
শুধু প্রার্থনায় অংশ নেওয়াই নয়, ভক্তদের সঙ্গে ঝুমঝুমি বাজিয়ে কীর্তনেও যোগ দেন মোদী। বুঝিয়ে দেন ছন্দ ছন্দে কী ভাবে বাজাতে হবে তা। গোটা ঘটনাটি ধরা পড়েছে ক্যামেরায়। সেখানে দেখা যাচ্ছে, প্রথমে একটি সবুজ রঙের ঝুমঝুমি নিজে খানিক ক্ষণ বাজালেন মোদী। তার পর বাকিদের বুঝিয়ে দিলেন কী ভাবে ছন্দে ছন্দে তা বাজবে। এর পরই মোদীর বাজনার তালে তালে কীর্তন চলতে থাকে।
#WATCH | Prime Minister Narendra Modi takes part in 'Shabad Kirtan' at Shri Guru Ravidas Vishram Dham Mandir in Delhi's Karol Bagh on the occasion of Ravidas Jayanti
— ANI (@ANI) February 16, 2022
Source: DD pic.twitter.com/pa2YLWqFnE
এ দিন সকালে করোল বাগ যাওয়ার আগে মোদী টুইট করে জানান, তাঁর সরকার কী ভাবে সন্ত রবিদাসের দেখানো পথে চলছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখতে বদ্ধপরিকর। তিনি বিশ্রাম ধামে যাচ্ছেন, সে কথাও টুইটে লেখেন।
रविदास जयंती के पुण्य अवसर पर आज मैंने दिल्ली के श्री गुरु रविदास विश्राम धाम मंदिर जाकर दर्शन किए।
— Narendra Modi (@narendramodi) February 16, 2022
सभी देशवासियों को रविदास जयंती की शुभकामनाएं। pic.twitter.com/RbVj9wUB1k
প্রসঙ্গত, পঞ্জাবে বিধানসভা ভোট ২০ ফেব্রুয়ারি। প্রথমে ১৪ ফেব্রুয়ারি ভোট হওয়ার কথা ছিল। কিন্তু শিখ গুরু সন্ত রবিদাস জয়ন্তী উপলক্ষে তা পিছিয়ে ২০ তারিখ করা হয়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy