Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
PM Narendra Modi

ক্রিকেট কূটনীতি মোদীর

ক্লাইভ লয়েড, আলভিন কালীচরণ-সহ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের দিকপালদের সঙ্গে আলাপচারিতা সারলেন মোদী। সিদ্ধান্ত হল গায়ানার কিছু উঠতি ক্রিকেটারকে প্রশিক্ষণ দেবে ভারত।

ক্লাইভ লয়েডের সঙ্গে নরেন্দ্র মোদী।

ক্লাইভ লয়েডের সঙ্গে নরেন্দ্র মোদী। ছবি: সমাজমাধ্যম।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ ০৬:৩৩
Share: Save:

ক্রিকেট কূটনীতির মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ত্রিদেশীয় সফর শেষ হল গায়ানায়। ক্লাইভ লয়েড, আলভিন কালীচরণ-সহ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের দিকপালদের সঙ্গে আলাপচারিতা সারলেন মোদী। সিদ্ধান্ত হল গায়ানার কিছু উঠতি ক্রিকেটারকে প্রশিক্ষণ দেবে ভারত। মোদীর হাতে এ দিন ক্রিকেট ব্যাট তুলে দেন লয়েড।

পাশাপাশি সে দেশের ভারতীয় বংশোদ্ভূতদের উদ্দেশ্যে দেওয়া বক্তৃতায় মোদীর বক্তব্য, “ভারত থেকে এক জন ভারতীয়কে বাইরে নিয়ে যাওয়া যেতে পারে। কিন্তু এক জন ভারতীয়ের মন থেকে ভারতকে মুছে ফেলা যায় না।” ভারত এবং গায়ানার মধ্যে সংযোগ সেতু হিসাবে সংস্কৃতি, রান্না এবং ক্রিকেটের কথা উল্লেখ করেছেন মোদী। তাঁর কথায়, “ত্রিকেট প্রেম আমাদের দু’দেশকে গভীর ভাবে আবদ্ধ করেছে। ক্রিকেট নিছক একটি খেলা নয়, জীবন দর্শনও বটে। আমাদের জাতীয় সত্ত্বার সঙ্গে তা সর্বতো ভাবে যুক্ত।”

তাঁর বক্তৃতায় রোহন কানহাই, লয়েড, কালীচরণের প্রসঙ্গ এসেছে। মোদী বলেন, “গায়ানায় যে জাতীয় ক্রিকেট স্টেডিয়াম রয়েছে, তা আমাদের বন্ধুত্বের প্রতীক। কানহাই, কালীচরণ, চন্দ্রপালরা আমাদের দেশে পরিচিত নাম। ক্লাইভ লয়েড এবং তাঁর দলকে বহু প্রজন্ম ধরে আমাদের দেশবাসী ভালবেসে চলেছেন।” ভারতীয় বংশোদ্ভূতদের উদ্দেশ্যে মোদীর বার্তা, “আপনারা স্বাধীনতা এবং গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। আপনাদেরও অবদান রয়েছে এই দেশকে অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে পরিণত করার। খুব সামান্য ভাবে শুরু করে আপনারা শীর্ষে পৌঁছেছেন। আপনারাই এখানে আমাদের রাষ্ট্রদূত।”

অন্য বিষয়গুলি:

PM Narendra Modi Clive Llyod Guyana West Indies Cricket
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy