Advertisement
০৫ জানুয়ারি ২০২৫
Vande Bharat Express

গহলৌতের ‘দু’হাতে লাড্ডু’ দিয়ে ভোটমুখী রাজস্থানে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন মোদীর

গহলৌতকে বন্ধু বলে সম্ভোধন করে মোদী বলেন, ‘‘গহলৌতজি, আপনার তো দু’হাতেই লাড্ডু! রেলমন্ত্রী রাজস্থানের মানুষ, আবার রেল বোর্ডের চেয়ারম্যানও এই রাজ্যেরই। আপনার জোড়া সুবিধা হয়ে গেল।’’

file image

ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে রাজস্থানের প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করলেন প্রধানমন্ত্রী মোদী। — ফাইল ছবি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৩ ১৪:৫২
Share: Save:

প্রথম বন্দে ভারত ট্রেন পেল রাজস্থান। নয়াদিল্লিতে বসে ভার্চুয়াল মাধ্যমে সেই ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই খানিক হালকা সুরে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌতকে প্রধানমন্ত্রী বলেন, ‘‘গহলৌতজি, আপনার দু’হাতেই লাড্ডু!’’

দেশের ১৫তম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। মোদী বলেন, ‘‘এটা এখন উন্নয়ন, আধুনিকতা, আত্মনির্ভরতা এবং স্থায়িত্বের সমার্থক হয়ে উঠেছে। রাজস্থানের পর্যটনকে বিপুল ভাবে সহায়তা করবে এই বন্দে ভারত এক্সপ্রেস। আমি সৌভাগ্যবান, গত দু’মাসে ষষ্ঠ বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করতে পারলাম।’’

তার পরেই মোদী আক্রমণ করেন বিরোধীদের। তিনি বলেন, ‘‘দুর্ভাগ্যজনক ব্যাপার হল, স্বার্থপর এবং নিম্নরুচির রাজনীতি বরাবর রেলের আধুনিকতার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। বিরাট বিরাট দুর্নীতি রেলের উন্নয়নের পথে যেমন বাধা সৃষ্টি করেছে তেমনই লোক নিয়োগের ক্ষেত্রেও দুর্নীতিকে ডেকে এনেছে।’’

এর পরেই খানিকটা হাসির ছলে গহলৌতকে বন্ধু বলে সম্ভোধন করে মোদী বলেন, ‘‘গহলৌতজি, আপনার তো দু’হাতেই লাড্ডু! রেলমন্ত্রী রাজস্থানের মানুষ, আবার রেল বোর্ডের চেয়ারম্যানও এই রাজ্যেরই। আপনার জোড়া সুবিধা হয়ে গেল।’’

নতুন বন্দে ভারত এক্সপ্রেস দিল্লি ক্যান্টনমেন্ট এবং অজমেঢ়ের মধ্যে যাতায়াত করবে। সময় লাগবে ৫ ঘণ্টা ১৫ মিনিট। ১৩ এপ্রিল থেকে বাণিজ্যিক ভাবে তার যাত্রা শুরু হবে। ট্রেনটি থামবে জয়পুর, অলওয়াড় এবং গুরুগ্রামে।

অন্য বিষয়গুলি:

Vande Bharat Express PM Narendra Modi Ashok Gehlot
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy