করোনা পর্যালোচনা বৈঠকে প্রধানমন্ত্রী মোদী। ছবি— টুইটার।
লাফিয়ে বাড়ছে করোনা। করোনার নতুন রূপ ওমিক্রন যেন তোলপাড় ফেলে দিয়েছে বিশ্ব জুড়ে। গত ২৪ ঘণ্টায় ভারতে প্রায় এক লক্ষ ৬০ হাজার মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। অথচ মাত্র সাত দিন আগে ২৪ ঘণ্টায় সংক্রমণের সংখ্যা ছিল ২৭ হাজার ৫৫৩। এই পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে দেশের করোনা পর্যালোচনা বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ভার্চুয়াল পর্যালোচনা বৈঠকে হাজির ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য, স্বরাষ্ট্র সচিব অজয়কুমার ভাল্লা, স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ, ক্যাবিনেট সচিব রাজীব গৌবা-সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা।
Union Health Minister Mansukh Mandaviya to interact with state health ministers tomorrow over the COVID-19 situation: Govt Sources
— ANI (@ANI) January 9, 2022
(File photo) pic.twitter.com/ICRoctuz4s
জানা গিয়েছে, বৈঠকে পরিস্থিতি জরিপ করার পাশাপাশি সিদ্ধান্ত হয়েছে, সোমবার দেশের সমস্ত রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। সেই বৈঠকে রাজ্য ধরে ধরে পরিস্থিতি পর্যালোচনা হবে বলে জানা যাচ্ছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy