প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি— ফেসবুক থেকে।
এর আগে আমাদের বাইরে থেকে টিকা আমদানি করতে হোত। এখন আমরা গোটা বিশ্বকে টিকা সরবরাহ করছি। সবচেয়ে বড় কথা, ভারতের টিকাকরণ অভিযান সম্পূর্ণ বিজ্ঞানসম্মত। উৎপাদনের সঙ্গেই আমাদের কাছে মস্ত বড় চ্যালেঞ্জ ছিল তা সবার কাছে পৌঁছে দেওয়া। মানুষের কাছে টিকা পৌঁছনোর ক্ষেত্রে আমরা দৃষ্টান্তমূলক কাজ করেছি। দেশের স্বাস্থ্যকর্মীদের কাছে আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি।
দেশে বিনামূল্যে করোনার টিকা দেওয়ার কাজ জোরকদমে চলছে। ইতিমধ্যেই বিনামূল্যে ১০০ কোটি টিকা দিয়ে নজির তৈরি করে ফেলেছে ভারত। গোটা বিশ্ব এই কৃতিত্ব দেখে ভারতের শক্তির আঁচ পেয়েছে।
করোনার সময় কর্তব্য পালন করেছে দেশ। তাতেই এসেছে সাফল্য। এই সাফল্য দেশের মানুষের। ভারত দেখিয়ে দিল, তারা কঠোর সংকল্পের মধ্যে কঠিন থেকে কঠিনতম লক্ষ্য অর্জনে সক্ষম। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১৫,৭৮৬ জন করোনা আক্রান্ত হয়েছেন, দেশে সক্রিয় রোগীর সংখ্যা ১,৭৫,৭৪৫। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ২৩১ জনের।
২১ অক্টোবর পর্যন্ত দেশে ৫৯,৭০,৬৬,৪৮১ টি নমুনা পরীক্ষা হয়েছে। তার মধ্যে শুধু বৃহস্পতিবারই ১৩,২৪,২৬৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে: আইসিএমআর
বৃহস্পতিবারই ১০০ কোটি করোনা টিকার মাইলফলক অতিক্রম করেছে ভারত। চিনের পর বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে ভারত এই কৃতিত্ব অর্জন করল।
PM @narendramodi will address the nation at 10 AM today.
— PMO India (@PMOIndia) October 22, 2021
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy