গুজরাতে বিজেপির জয়ে আপ্লুত নরেন্দ্র মোদী। —ফাইল ছবি
গুজরাতের বিধানসভা নির্বাচনে বিপুল ব্যবধানে জয়ের পর বৃহস্পতিবার বিকেলে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ফলাফলের জন্য গুজরাতকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। টুইটে লিখেছেন, ভোটের ফলাফলে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েছেন।
টুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘‘ধন্যবাদ গুজরাত। এই অসাধারণ ফলাফল দেখে আমি আপ্লুত। উন্নয়নের রাজনীতিকে আশীর্বাদ করেছেন মানুষ। একই সঙ্গে এই উন্নয়ন আরও জোরদার করতে যে তাঁরা আগ্রহী, তা-ও বুঝিয়ে দিয়েছেন। আমি গুজরাতের জনশক্তির কাছে মাথা নত করছি।’’
বিজেপি | ১৫৬ |
কংগ্রেস | ১৭ |
আপ | ৫ |
অন্যান্য | ৪ |
Thank you Gujarat. I am overcome with a lot of emotions seeing the phenomenal election results. People blessed politics of development and at the same time expressed a desire that they want this momentum to continue at a greater pace. I bow to Gujarat’s Jan Shakti.
— Narendra Modi (@narendramodi) December 8, 2022
প্রধানমন্ত্রীর আদি ভূমি গুজরাত। সেখানে বিপুল জয় তৃতীয় বার প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে মোদীকে এগিয়ে রাখল বলেই মনে করছে গেরুয়া শিবির।
একই সঙ্গে বৃহস্পতিবার হিমাচল প্রদেশের মানুষকেও ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী। আলাদা টুইট করে তিনি লিখেছেন, ‘‘বিজেপির প্রতি ভালবাসা এবং সমর্থনের জন্য হিমাচল প্রদেশের মানুষকে ধন্যবাদ জানাই। রাজ্যবাসীর আশা-আকাঙ্ক্ষা পূরণে ভবিষ্যতে আমরা আরও পরিশ্রম করব। মানুষের সমস্যাগুলির কথা সময়ের সঙ্গে সঙ্গে আরও বেশি করে তুলে ধরব।’’
কংগ্রেস | ৪০ |
বিজেপি | ২৫ |
আপ | ০০ |
অন্যান্য | ৩ |
I thank the people of Himachal Pradesh for the affection and support for the BJP. We will keep working to fulfil the aspirations of the state and raise people’s issues in the times to come. @BJP4Himachal
— Narendra Modi (@narendramodi) December 8, 2022
গুজরাতে ১৮২টি আসনের লড়াইয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে বিজেপি। তবে হিমাচল প্রদেশে বিজেপি জয় পায়নি। সেখানে ৬৮টি আসনের মধ্যে কংগ্রেস অন্তত ৪০টি আসনে এগিয়ে রয়েছে। বিজেপি এগিয়ে ২৫টি আসনে। এই ফলের পর বৃহস্পতিবার সন্ধ্যায় টুইট করে দুই রাজ্যের মানুষকেই ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy