ধার জনসভায় বক্তৃতা করছেন নরেন্দ্র মোদী। ছবি: টুইটার থেকে সংগৃহীত।
জঙ্গি অভিযান নিয়ে প্রশ্ন উঠছে। জানতে চাওয়া হচ্ছে মৃত জঙ্গির সংখ্যা। তা নিয়ে বিরোধীদের তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর কথায়, “জঙ্গি অভিযান নিয়ে প্রশ্ন তুলে বায়ুসেনার মনোবল ভেঙে দিচ্ছেন বিরোধীরা। আসলে পাকিস্তানের প্রশংসা পাওয়াই ওঁদের লক্ষ্য। তাই লাগাতার সন্ত্রাসের বিরুদ্ধে মোদীর যাবতীয় সিদ্ধান্তের বিরোধিতা করছেন।”
গত ১৪ ফেব্রুয়ারি দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলার পর কেন্দ্রীয় সরকারের পাশে দাঁড়াতে দেখা গিয়েছিল বিজেপি বিরোধী শিবিরকে। কিন্তু গত কয়েক দিনে পরিস্থিতি বদলেছে। জঙ্গি হামলার জবাবে পাকিস্তানে ঢুকে ভারতীয় বায়ুসেনার প্রত্যাঘাত নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।
তার মধ্যেই মঙ্গলবার মধ্যপ্রদেশের ধার-এ আয়োজিত জনসভায় বক্তৃতা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে কড়া ভাষায় বিরোধীদের আক্রমণ করেন তিনি। বলেন, “বিরোধী নেতারা পাকিস্তানের পোস্টার বয়ে পরিণত হয়েছেন। কেউ বায়ুসেনার অভিযানের প্রমাণ চাইছেন তো কেউ মৃত জঙ্গির হিসাব চাইছেন। আসলে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে আমাদের দুর্বল করে দিতে চাইছেন ওঁরা। সেনাবাহিনীর মনোবল ভেঙে দিতে চাইছেন। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে গোটা বিশ্ব ভারতের পাশে দাঁড়িয়েছে। কিন্তু দেশের কিছু মানুষের জন্যই দুর্বল হয়ে পড়ছি আমরা।”
#WATCH Prime Minister Narendra Modi in Dhar, Madhya Pradesh says, "#AirStrikes Pakistan mein hui, lekin sadma Bharat mein kuchh logon ko laga hai." pic.twitter.com/DWuQRKrGCI
— ANI (@ANI) March 5, 2019
বিরোধীদের আক্রমণ মোদীর।
আরও পড়ুন: মধ্যরাত পর্যন্ত দীর্ঘ বৈঠক, বৈশাখীর সঙ্গে কি বিজেপির পথে শোভনও?
আরও পড়ুন: ভারতের চাপ! মাসুদ আজহারের দুই ভাই-সহ ৪৪ জঙ্গিকে গ্রেফতার করল পাকিস্তান
বিরোধী নেতাদের পাক-দরদী বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। লোকসভা নির্বাচনের আগে বিজেপি বিরোধী জোটকে এর আগে মহাভেজাল বলে উল্লেখ করেছিলেন তিনি। সেই প্রসঙ্গ টেনে বলেন, “পাকিস্তানে বোমা ফেলেছে বায়ুসেনা। তাতে কাতর হয়ে পড়েছেন বিরোধী নেতারা। চোখে মুখে শোকের ছায়া। দেখলে মনে হবে, মাথায় পাহাড় ভেঙে পড়েছে বোধহয়। এত দিন দেশের মধ্যে মহাভেজালের আয়োজন চলছিল। এখন আন্তর্জাতিক স্তরেও সেই বন্দোবস্ত শুরু হয়েছে। নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে মহাভেজালে যোগ দিয়েছেন। তাই এখানে মোদীকে কুকথা বলে বেড়ান যাতে পাকিস্তানে খবরের শিরোনামে উঠে আসা যায়।”
পুলওয়ামার জঙ্গি হামলাকে দুর্ঘটনা বলে উল্লেখ করে সম্প্রতি বিতর্কে জড়িয়েছেন কংগ্রেস নেতা তথা মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিংহ। নাম না করে তাঁকেও তুলোধনা করেন মোদী। দিগ্বিজয়ের বিরুদ্ধে ২৬/১১ মুম্বই হামলায় পাকিস্তানকে ক্লিনচিট দেওয়ার অভিযোগ তোলেন মোদী। “ওঁর কাছে ওসামা বিন লাদেনও শান্তির দূত,”এমন কটাক্ষও শোনা যায় মোদীর মুখে।
(ভারতের রাজনীতি, ভারতের অর্থনীতি- সব গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের দেশ বিভাগে ক্লিক করুন।)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy