Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Cyclone Tauktae

টাউটে-র পর গুজরাতে মোদী, রাজ্যকে ১ হাজার কোটি টাকা ক্ষতিপূরণের ঘোষণা, মৃতদের ২ লক্ষ

ঘূর্ণিঝড়ের জেরে রাজ্যের ক্ষতির পরিমাণ, কীভাবে গোটা পরিস্থিতির মোকাবিলা করা হবে, তা নিয়ে গুজরাতের মুখ্যমন্ত্রী সঙ্গে বৈঠকে বসেন মোদী।

টাউটের তাণ্ডবের পর গুজরাত পরিদর্শনে মোদী।

টাউটের তাণ্ডবের পর গুজরাত পরিদর্শনে মোদী। ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
গাঁধীনগর (গুজরাত) শেষ আপডেট: ১৯ মে ২০২১ ১৯:২৫
Share: Save:

ঘূর্ণিঝড় টাউটে-র দাপটে বিপর্যস্ত গুজরাতের বহু এলাকা। ক্ষতিগ্রস্ত এলাকা খতিয়ে দেখতে বৃহস্পতিবার গুজরাত এব‌ং দিউয়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হেলিকপ্টারে চেপে গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপাণীকে সঙ্গে নিয়েই গোটা এলাকা পরিদর্শন করেন তিনি। তার পর একাধিক ঘোষণা করেন প্রধানমন্ত্রী।

ঘূর্ণিঝড়ের কারণে রাজ্যের কত ক্ষতি হয়েছে, কী ভাবে গোটা পরিস্থিতির মোকাবিলা করা হবে, সেই সংক্রান্ত বিষয় নিয়ে গুজরাতের মুখ্যমন্ত্রী এবং উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকেও বসেন তিনি। তার পরই তিনি ঘোষণা করেন, কেন্দ্রের তরফে গুজরাতকে ১ হাজার কোটি টাকা দেওয়া হবে। রাজ্যে ক্ষতির পরিমাণ সংক্রান্ত বিষয় খতিয়ে দেখবে কেন্দ্রের প্রতিনিধি দল। ঘূর্ণিঝড়ের জেরে যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। এ ছাড়াও রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়েও খোঁজখবর নেন তিনি।

গত সোমবার রাত সাড়ে ৮টা নাগাদ দিউয়ের পূর্বে সৌরাষ্ট্রের উপকূল এলাকা দিয়ে গুজরাটে আছড়ে পড়েছিল টাউটে। গুজরাতের এক সরকারি আধিকারিক জানান, গত ২০ বছরে এই টাউটে-ই সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়। এর আগে ১৯৯৮ সালে একটি ঘূর্ণিঝড় তাণ্ডবে প্রাণ গিয়েছিল প্রায় ৪ হাজার মানুষের।

অন্য বিষয়গুলি:

Gujarat Cyclone Tauktae
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE