Advertisement
০২ নভেম্বর ২০২৪
Rahul Gandhi

করোনার সামনে আত্মসমর্পণ মোদীর, অভিযোগ রাহুলের

প্রধানমন্ত্রী করোনার সঙ্গে লড়াই করার বদলে আত্মসমর্পণ করেছেন। ১৪৯ দিনের মধ্যে আক্রান্তের সংখ্যা ৫ লক্ষে পৌঁছে যাওয়ার ঘটনা সরকারি ব্যর্থতাই প্রমাণ করেছে। অভিযোগ রাহুলের।

করোনা নিয়ে মোদীকে খোঁচা রাহুলের।— ফাইল চিত্র।

করোনা নিয়ে মোদীকে খোঁচা রাহুলের।— ফাইল চিত্র।

সংবাদসংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৭ জুন ২০২০ ১৪:১৮
Share: Save:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ফের ‘সারেন্ডার’ করার অভিয়োগ তুললেন রাহুল গাঁধী। লাদাখে চিনা আগ্রাসনের পরে এবার করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধের প্রশ্ন তুলে। শনিবার প্রাক্তন কংগ্রেস সভাপতির টুইট, ‘‘দেশের নতুন নতুন এলাকায় দ্রুত কোভিড-১৯ ছড়িয়ে পড়ছে। কিন্তু কেন্দ্রীয় সরকারের তা ঠেকানোর জন্য কোনও পরিকল্পনা নেই। প্রধানমন্ত্রী নিশ্চুপ। তিনি অতিমারির সঙ্গে লড়াই করার বদলে আত্মসমর্পণ করেছেন।’’

রাহুল এদিন তাঁর টুইটের সঙ্গে একটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবরও ‘অ্যাটাচ’ করেছেন। প্রকাশিত খবরে বলা হয়েছে, করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলার জন্য গত দু’সপ্তাহে সরকারি স্তরে এমনকি, কোভিড-১৯ প্রতিরোধের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় প্রতিষ্ঠান ‘ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিক্যাল রিসার্চ’ (আইসিএমআর)-এর একটিও বৈঠক হয়নি! শেষবার ৯ জুন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনের বৈঠক হয়েছিল করোনা মোকাবিলা বিষয়ক মন্ত্রিগোষ্ঠীর।

শনিবার ভারতে নতুন করে ১৮,৫৫২ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। মৃত্যু হয়েছে ৩৮৪ জনের। মোট কোভিড আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ ছুঁয়েছে। মৃতের তালিকায় উঠেছে ১৫ হাজারেরও বেশি নাম। করোনা সংক্রমণের নিরিখে বিশ্বের চতুর্থ স্থানে রয়েছে ভারত। রাহুলের অভিযোগ, ১৪৯ দিনের মধ্যে আক্রান্তের সংখ্যা ৫ লক্ষে পৌঁছে যাওয়ার ঘটনা সরকারি ব্যর্থতাই প্রমাণ করেছে। কিন্তু তবুও মোদী সরকার ভুল থেকে শিক্ষা নিতে চাইছে না বলে কংগ্রেস নেতৃত্বের অভিযোগ। এ প্রসঙ্গে বিজ্ঞানী আইনস্টাইনের উক্তি তুলে ধরে রাহুলের খোঁচা, ‘‘অজ্ঞতার চেয়ে ভয়ানক আর একটি জিনিসই রয়েছে, দম্ভ ।’’

আরও পড়ুন: করোনিল নিয়ে বিভ্রান্ত করার অভিযোগ, রামদেব-সহ ৫ জনের বিরুদ্ধে এ বার প্রতারণার মামলা

গত ১২ ফেব্রুয়ারি রাহুল প্রথম টুইট বার্তায় করোনার সম্ভাব্য বিপদ সম্পর্কে কেন্দ্রকে সজাগ করেছিলেন। কংগ্রেসের অভিযোগ, মোদী সরকার সেই সতর্কতায় কান দেয়নি। দলীয় সূত্রের খবর, গত দু’মাস ধরে কেরলের ওয়াইনাড়ের কংগ্রেস সাংসদ প্রতি সপ্তাহে করোনা মোকাবিলা এবং লকডাউনের ফলে আর্থিক ক্ষতির মোকাবিলা সম্পর্কে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেছেন। গালওয়ানে সংঘর্ষের পরে প্রধামন্ত্রী লাদাখে ভারতীয় ভূখণ্ডে চিন সেনার ঢোকার অভিয়োগ খারিজ করার পরেও রাহুল ‘সারেন্ডার মোদী’ বলে কটাক্ষ করেছিলেন।

আরও পড়ুন: শেষ ছ’দিনে এক লক্ষ! মহারাষ্ট্রেই আক্রান্ত দেড় লক্ষাধিক

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE