Advertisement
০২ নভেম্বর ২০২৪

কুরিয়ারে চুরি করা ওয়ালেট ফিরিয়ে দিল পকেটমার!

স্ত্রীর চিকিৎসার জন্য গত জুলাই মাসে দিল্লি গিয়েছিলেন মহম্মদ আসলাম। সেখানে পকেটমারিতে নিজের এই ওয়ালেটটি খোয়ান তিনি। দিল্লির মটকেওয়ালি গলিতে ঘটনাটি ঘটে। আসলামের ১২০০ টাকা, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড-সহ অনেক গুরুত্বপূর্ণ জিনিস খোয়া যায়।

প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৭ ২১:২৯
Share: Save:

হঠাত্ বাড়িতে একটি কুরিয়ার এসে পৌঁছল। কুরিয়ারে আসা প্যাকেট খুলে রীতিমতো তাজ্জব বনে যান মধ্যপ্রদেশের বাসিন্দা মহম্মদ আসলাম। কুরিয়ারে এসেছে তাঁর চুরি যাওয়া ওয়ালেট!

স্ত্রীর চিকিৎসার জন্য গত জুলাই মাসে দিল্লি গিয়েছিলেন মহম্মদ আসলাম। সেখানে পকেটমারিতে নিজের এই ওয়ালেটটি খোয়ান তিনি। দিল্লির মটকেওয়ালি গলিতে ঘটনাটি ঘটে। আসলামের ১২০০ টাকা, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড-সহ অনেক গুরুত্বপূর্ণ জিনিস খোয়া যায়। এই কুরিয়ারে ১২০০ টাকা বাদে বাকি সব কিছুই ফেরত পেয়ে যান আসলাম। সঙ্গে চিরকুটে একটি মোবাইল নম্বর।

আরও পড়ুন:

স্কুলেই গণধর্ষণ, গর্ভপাতের সময় ব্রেন ‘ড্যামেজ’ কিশোরী ছাত্রীর

ডেরায় ছ’শো কঙ্কাল, ‘সিট’কে জানাল ‘বাবা’র অনুচর

চিরকুটের মোবাইল নম্বরে ফোন করে আসলাম বুঝতে পারেন নম্বরটি স্বয়ং পকেটমার মশাইয়ের। পকেটমার জানায়, তার টাকার খুব দরকার ছিল। তাই ১২০০ টাকা সে ফেরত দিতে পারল না। বাকি সব কিছুই সে ফিরিয়ে দিয়েছে। কিন্তু কী দরকার ছিল টাকা খরচ করে কুরিয়ারে ওয়ালেট পাঠানোর? সেটি তো সে চাইলে ফেলেও দিতে পারত! ফোনের ওপারে থাকা ওই ব্যক্তি জানায়, ওয়ালেট খোলার পরে আসলামের মায়ের ছবি দেখে তাঁর নিজের মায়ের কথা মনে পড়ে যায়। সে-ও তার মাকে ভালবাসে। তাই আসলামের মায়ের ছবি সম্বলিত ওয়ালেটটি সে কুরিয়ার মারফত্ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। পকেটমারের এই সিদ্ধান্তে রীতিমতো অবাক মহম্মদ আসলাম ও তাঁর পরিবার। আর ১২০০ টাকা! এ রকম তো কত টাকাই হারায়! কিন্তু এমন ঘটনা আর ক’জনের ক্ষেত্রে ঘটে বলুন!

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE