নির্বাচনী সংস্কারের দিকে এক ধাপ এগোল নির্বাচন কমিশন। এ বার থেকে ব্যালট, পোস্টাল ব্যালট এবং ইভিএমে প্রার্থীর ছবিও থাকবে। এমনই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। তারা জানিয়েছে, ১ মে-র পর থেকে যে সব নির্বাচন হবে, সেখানে ব্যালটে দলের প্রতীকের পাশাপাশি প্রার্থীর ছবিও রাখতে হবে। একই নির্বাচনী কেন্দ্রে একই নামের একাধিক প্রার্থী থাকেন। ফলে বিভ্রান্ত হয়ে পড়েন ভোটদাতারা। সেই বিভ্রান্তি কাটাতেই নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত।
নির্বাচন কমিশনের এই নির্দেশের পরে প্রথম ভোট অনুষ্ঠিত হবে ২৭ জুন। সে দিন পাঁচটি রাজ্যের ছ’টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। এই সব উপনির্বাচনেই এই পদ্ধতি প্রথম বার হাতেকলমে প্রয়োগ করা হবে। ২৭ জুন উপনির্বাচন হবে তামিলনাড়ুর রাধাকৃষ্ণন নগর, মেঘালয়ের চোকপত, কেরলের অরুভিক্কারা, মধ্যপ্রদেশের গারোথ এবং ত্রিপুরা প্রতাপগড় ও সুরমা কেন্দ্রে। শোনা যাচ্ছে রাধাকৃষ্ণন নগর কেন্দ্র থেকে লড়বেন এডিএমকে নেত্রী জয়ললিতা। ইতিমধ্যেই তাই রাধাকৃষ্ণন নগরের বিধায়ক পদ থেকে পদত্যাগ করেছেন এডিএমকে বিধায়ক পি ভেটরিভেল। হিসেব-বহির্ভূত সম্পত্তি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পরে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে হয়েছিল জয়ললিতাকে। পরে কর্নাটক হাইকোর্ট জয়ললিতাকে বেকসুর খালাস করে দেয়। তাই জয়ললিতা ভোটে লড়লে এ বার ইভিএমে থাকবে তাঁর ছবি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy