Advertisement
০৬ নভেম্বর ২০২৪
Taj Mahal

Taj Mahal: তাজমহলের সেই ‘২২টি বন্ধ ঘর’ খোলা হোক, ইলাহাবাদ হাই কোর্টে আবেদন বিজেপির

আবেদনে বলে হয়েছে, ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ (এএসআই)-এর অধীনস্থ এই সৌধের ইতিহাস জানতে একটি সত্যানুসন্ধান দল রিপোর্ট পেশ করুক।

ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
লখনউ শেষ আপডেট: ০৮ মে ২০২২ ২৩:০১
Share: Save:

তাজমহলে তালাবন্ধ থাকা ‘২২টি ঘর’ খোলার আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হল বিজেপি। সেই সঙ্গে এই সৌধে কোনও মন্দির ছিল কি না, তা খতিয়ে দেখার জন্য সত্যানুসন্ধান দল গড়ারও আর্জি জানিয়েছে তারা।

শনিবার ইলাহাবাদ হাই কোর্টের লখনউ বেঞ্চের রেজিস্ট্রিতে এই আবেদন দাখিল করেন বিজেপির অযোধ্যা শাখার মিডিয়া ইনচার্জ রজনীশ সিংহ। রবিবার সংবাদ সংস্থা পিটিআইয়ের কাছে রজনীশ বলেন, ‘‘আদালতের কাছে আবেদনে তাজমহলের ২২টি বন্ধ ঘর খোলার আর্জি জানিয়েছি। সত্য যা-ই হোক, তা প্রকাশ্যে আসা উচিত।’’

প্রসঙ্গত, তাজমহল আসলে ‘তেজো মহালয়’ নামে একটি শিব মন্দির বলে দাবি উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলির। আবেদনে বলে হয়েছে, ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ (আর্কিয়োলজিকাল সার্ভে অব ইন্ডিয়া বা এএসআই)-এর অধীনস্থ এই সৌধের ইতিহাস জানতে একটি সত্যানুসন্ধান দল রিপোর্ট পেশ করুক।

অন্য বিষয়গুলি:

Taj Mahal BJP Hindutva
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE