সোমবার নর্মদা নদীর তিলওয়ারা ঘাটে ওই মহিলাকে হাঁটতে দেখেন স্থানীয় কয়েক জন মানুষ। ছবি: টুইটার।
নর্মদার জলে হেঁটে বেড়াচ্ছেন এক মহিলা! আর তা দেখে মহিলাকে ‘দেবী’ ভেবে হইচই মধ্যপ্রদেশের জবলপুর জেলায়। কিন্তু পুলিশ পৌঁছতেই কিনারা হল ‘দেবীরহস্য’-এর।
স্থানীয় সূত্রে খবর, সোমবার নর্মদা নদীর তিলওয়ারা ঘাটে ওই মহিলাকে হাঁটতে দেখেন স্থানীয় কয়েক জন মানুষ। মহিলার জলে হেঁটে বেড়ানোর কথা চাউর হতেই স্থানীয়রা তাঁকে এক ঝলক দেখতে নদীর তীরে ভিড় জমান। ওই মহিলাকে ‘মা নর্মদা’র রূপ মনে করে নদীর তীরেই ঢাক-ঢোল বাজিয়ে পূজো করতে শুরু করেন স্থানীয়রা।
‘দেবী’ আবির্ভাবের খবর শুনে তদন্ত করতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশ জলে নেমে ওই মহিলার কাছে পৌঁছতেই সবাইকে অবাক করে দিয়ে মহিলা জানান, তাঁর নাম জ্যোতি রঘুবংশী। তিনি নর্মদাপুরানের বাসিন্দা। ১০ মাস আগে তিনি বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছিলেন। এর পর তাঁর নদীর উপর হেঁটে বেড়ানোর রহস্যও উদ্ঘাটন করে পুলিশ।
एमपी में बाबाओं की अपार सफलता के बाद पेश है अब अम्मा द ग्रेट, नर्मदा पर पैदल चलने का वायरल वीडियो#MadhyaPradeshNews #MadhyaPradesh #नर्मदा #Narmada pic.twitter.com/hB6l8PelXC
— Virendra Sharma (@VirendraSharmaG) April 8, 2023
পুলিশ জানিয়েছে, নর্মদা নদীর জলস্তর সব জায়গায় সমান নয়। কোথাও কোথাও পায়ের গোছও ঠিক করে ডোবে না। জ্যোতি নর্মদা নদী পরিক্রমা করতে এসেছিলেন। তিনি নদীর এমন একটা জায়গায় দাঁড়িয়েছিলেন যেখানে জলস্তর কম। আর তা দেখেই স্থানীয়রা তাঁকে ‘দেবী’ বলে ভুল করে বসেন।
পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই জ্যোতির পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাঁকে বাড়ি ফেরানোর ব্যবস্থা করা হয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy