বিজেপি নেতা রাম কদম।
যে ভাবে রাবণকে বধ করে অন্ধকারকে দূর করেছিলেন রাম, করোনাভাইরাসকে বধ করার কর্মযজ্ঞ শুরু হয়ে গিয়েছে দেশে। আর সেই কর্মযজ্ঞে সামিল হওয়ার জন্য দেশবাসীকে আহ্বান জানালেন বিজেপি নেতা রাম কদম।
শুক্রবার টুইট করে তিনি বলেন, ‘আগামিকাল থেকে বিশ্বের বৃহত্তম টিকাকরণ কর্মসূচি শুরু হচ্ছে। ভগবান রাম যে ভাবে রাবণকে বধ অন্ধকার দূর করেছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ থেকে কোভিডের অন্ধকার দূর হবে।’
এখানেই থামেননি বিজেপি নেতা। তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী এই কর্মসূচির সূচনা করতেই জয়োল্লাসে বাজি ফাটানো হবে। রারণরূপী করোনাভাইরাসের দহন করে আশা এবং আলোর দীপ জ্বালিয়ে টিকাকে স্বাগত জানাব আমরা।’
विश्व का सबसे बड़ा #vaccinations टीकाकरण..का कल आरम्भ..जिस तरह प्रभू श्रीरामजी ने रावण का वध करके अंधेरे को समाप्त कर प्रकाशमान दिवाली अवतरित हुई थी.. उसी तरह रावण रूपी कोरोना का दहन कल करेंगे.. धूमधाम के साथ आतिशबाजी करते हुए जश्न मनाएंगे आदरणीय प्रधानमंत्री नरेंद्र मोदीजी
— Ram Kadam - राम कदम (@ramkadam) January 15, 2021
এর পরই দেশের করোনা যোদ্ধাদের প্রতি সম্মানজ্ঞাপন করেন রাম কদম। তিনি বলেন, ‘যে ভাবে অতিমারির কঠিন পরিস্থিতিতে সামনের সারিতে দাঁড়িয়ে করোনা যোদ্ধারা লড়ে গিয়েছেন, নিঃস্বার্থ ভাবে কাজ করে গিয়েছেন তাঁদের সকলকে কুর্নিশ জানাই।’
কোভিড টিকা নিয়ে দেশ জুড়ে উত্তেজনার পারদ চড়ছে। শনিবার শুরু হচ্ছে দেশের বৃহত্তম টিকাকরণ কর্মসূচি। সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথম পর্বে দেশ জুড়ে ৩ হাজার ৬টি কেন্দ্রে প্রায় ৩ কোটি স্বাস্থ্যকর্মীকে টিকা দেওয়ার কাজ শুরু হবে। তার পর ধাপে ধাপে বাকি ২৭ কোটি মানুষকে টিকা দেওয়ার কথা জানিয়েছে সরকার।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy