নিজের সার্ভিস রিভলভার দিয়ে গুলি করে আত্মঘাতী আধাসেনার এক কনস্টেবল। মুম্বইয়ের বান্দ্রা কুর্লা কমপ্লেক্সের জিয়ো সেন্টারের একটি কেবিনে শনিবার ভোরে এই ঘটনা ঘটিয়েছেন ওই জওয়ান।
জিয়ো সেন্টারের নিরাপত্তার দায়িত্বে রয়েছে সেন্ট্রাল ইন্ডিস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ)। সেই সিআইএসএফের ওই কনস্টেবল শনিবার ভোরে ওই কেবিনে একাই ছিলেন। তাঁর বয়স ৩০ বছরের আশপাশে। কেবিনে বসে এই চরম পদক্ষেপ করেছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পারিবারিক অশান্তির কারণেই এই পদক্ষেপ।
আরও পড়ুন:
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, চিবুকে বন্দুকের নল ঠেকিয়ে গুলি চালিয়েছেন তিনি। বুলেটটি মাথা দিয়ে বেরিয়ে গিয়েছে। কনস্টেবলের সহকর্মীদের বয়ান রেকর্ড করা হয়েছে। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবারকে খবরটি দেওয়া হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, মামলা দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে।