Advertisement
০৫ নভেম্বর ২০২৪
pancard

আধারের সঙ্গে লিঙ্ক না থাকলে নিষ্ক্রিয় হবে প্যানকার্ড!

কেন্দ্রীয় সরকারের একটি সূত্রকে উদ্ধৃত করে ওই সংবাদমাধ্যম জানিয়েছে, যে সমস্ত নাগরিকের  প্যান কার্ড নেই অথবা প্যান কার্ড আধারের সঙ্গে লিঙ্ক করা নেই, তাঁরা আধার কার্ড ব্যবহার করেই কর জমা দিতে পারবেন।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৩ জুলাই ২০১৯ ১০:৩৮
Share: Save:

আপনি কি আপনার প্যান কার্ড লিঙ্ক করিয়েছেন আধার কার্ডের সঙ্গে? যদি না করে থাকেন, তা হলে আগামী ৩১শে অগস্ট থেকে কিন্তু আপনার প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে। এমনটাই জানিয়েছে একটি সর্বভারতীয় সংবাদপত্র।

বিজনেস স্ট্যান্ডার্ড তাদের একটি রিপোর্টে লিখেছে, ‘প্যান কার্ড চালু রাখতে তার সঙ্গে আধার নম্বরের সংযুক্তি বাধ্যতামূলক। তা না হলে সংযুক্তিহীন প্যানকার্ডগুলিকে নিষ্ক্রিয় করে দেযা হবে। কর জমা দেওয়ার সময় করদাতাকে আধারকার্ডের তথ্যও জমা দিতে হবে।’ কেন্দ্রীয় সরকারের একটি সূত্রকে উদ্ধৃত করে ওই সংবাদমাধ্যম জানিয়েছে, যে সমস্ত নাগরিকের প্যান কার্ড নেই অথবা প্যান কার্ড আধারের সঙ্গে লিঙ্ক করা নেই, তাঁরা আধার কার্ড ব্যবহার করেই কর জমা দিতে পারবেন। সে ক্ষেত্রে ওই ব্যক্তির ভারচুয়াল প্যান নম্বর তৈরি হবে যা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক হয়ে যাবে।

বর্তমানে ভারতে মোট ৪০ কোটি নাগরিকের প্যান কার্ড রয়েছে। যার মধ্যে ২২ কোটির প্যান কার্ড আধারের সঙ্গে লিঙ্ক করা। প্যানকে আধারের সঙ্গে লিঙ্ক করার এই নিয়ম অনেক দিন আগে থেকেই রয়েছে। তবে দু’টি কার্ডের মধ্যে লিঙ্ক করলে গোপনীয়তা বজায় থাকবে না বলেও অনেকের দাবি।

আরও পড়ুন: মানবিকতার খাতিরে প্রোটোকল ভেঙে পাক শিশুর দেহ ফেরাল ভারত

কিন্তু আয়কর দফতরের ব্যাখ্য, অনেকেই ভুয়ো প্যান কার্ড ব্যবহার করে অবৈধ ভাবে লোন নেন। ক্রেডিট কার্ডের ক্ষেত্রেও ভুয়ো প্যান কার্ড ব্যবহার করা হয়। সে কারণেই প্যান- আধারের সংযুক্তিকরণ বাধ্যতামূলক করা হয়েছে।

অন্য বিষয়গুলি:

Pancard Adharcard India
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE