আইএনএক্স মিডিয়া মামলায় পি চিদম্বরমের সিবিআই হেফাজতের মেয়াদ আরও দু’দিন বাড়ল। শীর্ষ আদালতের এই নির্দেশ শুনে মঙ্গলবার আদালত থেকে বার হওয়ার সময়ে সংবাদমাধ্যমকে সামনে পেয়েই তোপ দাগলেন প্রাক্তন অর্থমন্ত্রী। দেশের জিডিপি (মোট অভ্যন্তরীণ উৎপাদন) নিয়ে কেন্দ্রকে চূড়ান্ত কটাক্ষ করেন তিনি।
এ দিন সিবিআই এবং পুলিশ আধিকারিকদের ঘেরাটোপের মধ্যে প্রাক্তন অর্থমন্ত্রীকে আদালত কক্ষ থেকে বেরিয়ে আসতে দেখেই সাংবাদিকরা তাঁর দিকে প্রশ্ন ছুঁড়ে দেন। তাঁরা বলেন, ‘‘আপনি কি কিছু বলতে চান?’’ ইঙ্গিতপূর্ণ হাসি ছুড়ে পি চিদম্বরমের সটান জবাব, ‘‘৫ শতাংশ। আপনারা ৫ শতাংশের মানে বোঝেন?’’ হাতের পাঁচ আঙুল তুলেও দেখান তিনি।
আরও পড়ুন:তিন বছর ধরে কাকের তাড়ায় অতিষ্ঠ মধ্যপ্রদেশের শিবা! কেন জানেন?
আরও পড়ুন:আরও শক্তিশালী হল ভারতের অস্ত্রসম্ভার, বায়ুসেনায় অন্তর্ভুক্ত হল আট অ্যাপাচে হেলিকপ্টার
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে থাকে চিদাম্বরমের ওই মুহূর্তের ভিডিওটি। পি চিদম্বরমের ছেলে কার্তি চিদম্বরম ওই ভিডিয়োটি টুইটারে শেয়ার করেন। ক্যাপশনে লেখেন, ‘ভারতের অর্থনীতি সম্পর্কে চিদম্বরম’। টুইটটি কংগ্রেসের তরফেও শেয়ার করা হয়। বলা হয়, এই কারণেই চিদম্বরমকে বিজেপি ভয় পাচ্ছে।
দেখুন ভিডিও:
A quick reminder by @PChidambaram_IN on why he's feared by the BJP govt. #ModiMadeEconomicCrisis pic.twitter.com/9XOdVf6saT
— Congress (@INCIndia) September 3, 2019
জিডিপির রেকর্ড পতন নিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ-ও দুষেছিলেন নরেন্দ্র মোদী সরকারকে। মনমোহন জমানার অর্থমন্ত্রী পি চিদম্বরম দায়িত্বে থাকার সময়ে দেশের জিডিপি রেকর্ড মাত্রায় বাড়ে। ২০১১, ২০১২, ২০১৩ সালে ভারতের জিডিপি ছিল যথাক্রমে ৬.৬, ৫.৫ ও ৬.৩ শতাংশ। সেই জিডিপি-ই মোদী সরকারের দ্বিতীয় ইনিংসে ৫-এ এসে ঠেকেছে, যা গত ছয় বছরের মধ্যে সবচেয়ে কম। আইনি লড়াই লড়ার মধ্যেই চিদম্বরম এক ইশারায় সেই পরিসংখ্যানই মনে করিয়ে দিলেন বলে দাবি করেছেন শীর্ষ কংগ্রেস নেতৃত্ব।