Advertisement
০২ নভেম্বর ২০২৪
Railway

পুজোর মুখেই সুখবর, ৭৮ দিনের বোনাস পাবেন ১১ লক্ষ রেলকর্মী

গত ছ’বছর ধরেই রেলকর্মীদের এই দক্ষতা বোনাস (রিওয়ার্ড ফর প্রোডাকটিভিটি) দেওয়া হচ্ছে। বরাদ্দ অর্থ পাবেন ২০১৮-১০১৯ অর্থবর্ষে কর্মরত সকল নন গেজেটেড রেলকর্মীরা। রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ) ও রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্স (আরপিএফএস)-এর কর্মীরা অবশ্য এই সুবিধে পাবেন না।

পুুজোর মুখেই বোনাস পেতে চলেছেন রেল কর্মচারীরা।

পুুজোর মুখেই বোনাস পেতে চলেছেন রেল কর্মচারীরা।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৯ ১৮:৫৮
Share: Save:

পুজোর মুখে হাসি ফুটতে চলেছে রেলকর্মীদের মুখে। কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভেড়কর বুধবার সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন, এ বছর ৭৮ দিনের বেতন বোনাস হিসেবে দেওয়া হবে রেলকর্মীদের। মোট ১১ লক্ষ ৫২ হাজার কর্মী এই বোনাস পাবেন। বোনাস দিতে রেলের খরচ হবে ২,০২৪ কোটি টাকা।

গত ছ’বছর ধরেই রেলকর্মীদের এই দক্ষতা বোনাস (রিওয়ার্ড ফর প্রোডাকটিভিটি) দেওয়া হচ্ছে। বরাদ্দ অর্থ পাবেন ২০১৮-১০১৯ অর্থবর্ষে কর্মরত সকল নন গেজেটেড রেলকর্মীরা। রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ) ও রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্স (আরপিএফএস)-এর কর্মীরা অবশ্য এই সুবিধে পাবেন না।

আরও পড়ুন:কোল ব্লকের উদ্বোধনে মোদীকে আমন্ত্রণ জানালেন মমতা, কাল দেখা করতে চান অমিতের সঙ্গে
আরও পড়ুন:‘ম্যানেজ’ করার বৈঠক! প্রবল কটাক্ষের আবহেই মোদীর সঙ্গে বৈঠকে মমতা

এদিন একটি সরকারি বিবৃতিতে সংবাদমাধ্যমের উদ্দেশে বলা হয়,‘‘রেলমন্ত্রকের কর্মীদের মনোবল বাড়াতে, তাঁদের উৎপাদনে উৎসাহ দিতে প্রতি বছরই এই বোনাস দেওয়া হয়। এবারও সেই কারণেই বোনাস দিচ্ছি আমরা। দেশের লক্ষ লক্ষ রেলকর্মীর সারা বছরের পরিশ্রমের উপহার পাচ্ছে তাদের পরিবার।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE