২৬/১১ হামলার মূল চক্রী তাহাউর রানার ঠিকানা এখন এনআইএ-র সদর দফতরের বিশেষ সেল। আপাতত রানাকে ১৮ দিনের হেফাজতে পেয়েছে এনআইএ। তাঁকে রাখা হয়েছে ১৪/১৪ ফুটের একটি সেলে। রাখা হয়েছে ‘সুইসাইড ওয়াচে।’ ৬৪ বছরের রানা যাতে আত্মহত্যার চেষ্টা করতে না পারেন, সে জন্য সদা সতর্ক গোয়েন্দারা। তাই এই বাড়তি সতর্কতা।
জানা যাচ্ছে, এনআইএ সদর দফতরের একতলার সংশ্লিষ্ট সেলে কেবলমাত্র একটি কলমই দেওয়া হয়েছে রানাকে এবং সেটাও ‘সফট টিপ’ কলম। কোনও ভাবে রানা যাতে নিজের ক্ষতি করতে না পারেন, সে জন্য ২৪ ঘণ্টা সিসিটিভি নজরদারিতে রাখা হয়েছে তাঁকে।
এনআইএ-র একটি সূত্রে খবর, মুম্বই হামলার মূল চক্রী রানার কাছ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় পাক বংশোদ্ভূত কানাডিয়ান রানাকে নিয়ে দিল্লি বিমানবন্দরে অবতরণ করে একটি বিশেষ বিমান। আমেরিকা থেকে তাঁর ভারতে প্রত্যর্পণের পরে এনআইএ জানিয়েছে, ২০০৮ সালে মুম্বই জঙ্গি হানার মূল ষড়যন্ত্রী ছিলেন রানা। পটীয়ালা হাউসের বিশেষ এনআইএ আদালতে তোলা হয় রানাকে। জাতীয় তদন্তকারী সংস্থা তাঁকে ২০ দিনের জন্য হেফাজত চেয়েছিল। তবে আদালত ১৮ দিনের হেফাজত মঞ্জুর করে।
আরও পড়ুন:
তার আগে আমেরিকার জেলে বন্দি ছিলেন রানা। তাঁকে ভারতে ফেরানো এবং বিচারপ্রক্রিয়ার আওতায় আনার জন্য দীর্ঘ দিন ধরে চেষ্টা চালিয়ে গিয়েছে এনআইএ। এখন ১৮ দিনের জন্য রানার ঠিকানা এনআইএ-র সদর দফতরের নীচতলার একটি বিশেষ কক্ষ।