অসমের দিকে আসার পথে দুর্ঘটনার কবলে ডিব্রুগড় এক্সপ্রেস। উত্তরপ্রদেশের গোন্ডার কাছে বেলাইন হয়ে গিয়েছে ১২টি কামরা। এখনও পর্যন্ত অন্তত চার জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। কী ভাবে দুর্ঘটনা, তা এখনও অস্পষ্ট। তবে প্রাথমিক ভাবে রেল সূত্রে খবর, ডিব্রুগড় এক্সপ্রেসের এক জন লোকো পাইলট দাবি করেছেন, দুর্ঘটনার ঠিক আগের মুহূর্তে বিকট শব্দ শুনতে পেয়েছিলেন তিনি। যেন কোথাও কোনও বিস্ফোরণ হয়েছে। কী কারণে এই দুর্ঘটনা, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্তে শুরু করেছে রেল। কোনও রকম নাশকতার চেষ্টা রয়েছে কি না এর নেপথ্যে, সেটাও তদন্ত করে দেখা হবে বলে রেল সূত্রে খবর।
দুর্ঘটনার পর ডিব্রুগড়গামী ওই ট্রেনের দু’জন লোকো পাইলটই নিরাপদ রয়েছেন। তবে দ্বিতীয় লোকো পাইলট কোনও রকম বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছিলেন কি না, তা এখনও জানা যায়নি। আদতে কী ঘটেছিল, তা খতিয়ে দেখার জন্য একটি উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে রেল।
তবে দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের এক যাত্রীও জানাচ্ছেন বিস্ফোরণ জাতীয় কিছুর শব্দ শুনেছেন তিনিও। তাঁর দাবি, দুর্ঘটনার ঠিক আগে একটি মৃদু বিস্ফোরণের শব্দ পেয়েছিলেন তিনি। গোটা কামরা কেঁপে উঠেছিল বলে দাবি ওই যাত্রীর।
বৃহস্পতিবার দুপুরের এই দুর্ঘটনার পর রেলের তরফে মৃতদের পরিবারপিছু ১০ লাখ টাকা আর্থিক সহায়তা ঘোষণা করা হয়েছে। পাশাপাশি গুরুতর আহতদের আড়াই লাখ টাকা করে এবং বাকি আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তার কথা জানিয়েছে রেল।
আরও পড়ুন:
ডিব্রুগড় এক্সপ্রেস দুর্ঘটনার পর উত্তরপ্রদেশ সরকারের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে যায়। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দু’টি দলও ঘটনাস্থলে গিয়েছে।